দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: আইনজীবী সমিতির বিজ্ঞ সদস্য ও তাদের সন্তানরা বিভিন্ন ক্যাটাগরিতে সাফল্য অর্জন করায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ৩ আগষ্ট ) বিকেলে জেলা আইনজীবী সমিতির বার ভবনে আইনজীবী সমিতির আয়োজনে সংবর্ধনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র ও দায়রা জজ মোঃ শামীম আজাদ।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হুমায়ুন কবির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. এইচ এম আনোয়ার প্রধান এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খান, সদস্য সচিব এড আবু আল ইউসুফ খান টিপু,অনুষ্ঠান উপ কমিটির আহবায়ক এড. মো: ফজলুর রহমান(ফাহিম)।
জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ আইনজীবীদের মধ্যে যারা উচ্চপদস্থ পদপ্রাপ্ত হয়েছেন তারা হলেন , বাংলাদেশ সুপ্রিম কোর্ট রেজিষ্টার (বিচার) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ জজ কোর্ট মোঃ আবদুল্লাহ আল মাসুম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ন সচিব মাহবুবুর রহমান খান, বাংলাদেশ সুপ্রিম কোর্ট ঢাকা এ.এ.জি বাংলাদেশ আলামিন সিদ্দিক আগুন, এড. এ কে এম মোক্তার হোসেন, বাংলাদেশ আইন মন্ত্রণালয় বিচার বিভাগের সিনিয়র সহকারী জজ আয়শা আক্তার, নারায়ণগঞ্জ জেলা জজ আদালতের খন্দকার আবুল কালাম আজাদ সহ অসংখ্য আইনজীবীবৃন্দ।