দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ:টাঙ্গাইলে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সৌখিন মৎস্য শিকারী সমিতির বার্ষিক সাধারণ সভা-২০২৫। শনিবার (২ আগস্ট) সকালে সমিতির অফিস প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি হারুন অর রশিদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল্যাহ আল মামুন।
সমিতির সাধারণ সম্পাদক মোঃ আজগর আলী বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। তিনি জানান, বর্তমান নির্বাচিত কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে সমিতির ঐতিহ্য রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সদস্যদের শিকারের আনন্দ আরও বাড়াতে লেকে পর্যাপ্ত পরিমাণে মাছ অবমুক্ত করা হয়েছে। পাশাপাশি লেকের সার্বিক পরিবেশ রক্ষায় সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন তিনি।
দীর্ঘ কয়েক বছর পর এমন একটি পূর্ণাঙ্গ বার্ষিক সাধারণ সভা আয়োজন করায় আগত সদস্যরা কমিটিকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানান।
সভা শেষে সদস্যদের জন্য দুপুরের আপ্যায়নের ব্যবস্থা করা হয় এবং তাঁদের সুস্বাস্থ্য ও সমিতির উত্তরোত্তর সাফল্য কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন:
সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান (স্বপন),
যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান খান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান (রাজিব), কোষাধ্যক্ষ মোঃ শওকত আকবর (ইমরোজ), সদস্য মোঃ আশফাকুর রহমান (সাথী), মোঃ নুরুজ্জামান (সেলিম), মোঃ হযরত খান, মৃনাল কান্তি রায় সহ নির্বাচিত কমিটির অন্যান্য সদস্য এবং আজীবন সদস্যবৃন্দ।
সভাটি সমিতির ভবিষ্যৎ কার্যক্রমকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।