দৈনিক তালাশ ডটকমঃ সাধারণ জনগণকে তারা পাত্তাই দেন ন, বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে জেলা জজ কোর্টে একটি মামলায় স্থায়ী জামিন পেয়ে গণমাধ্যম কর্মীদের তিনি একথা বলেন।
তিনি বলেন, ৫ আগষ্টের পূর্বে গোলাম দস্তগীর গাজী আমার বিরুদ্ধে যে মামলা করেছিলেন সেই মামলায় আজকে আমি স্থায়ী জামিন পেয়েছি। আমাদের অর্থনীতির মুল চালিকাশক্তি হলো প্রবাসীরা। আর প্রবাসীরা যদি ভোট দিতে না পারে তাহলে বৈষম্য কাদের সাথে করা হলো। সরকারকে বলবো প্রবাসীদের ভোট শতভাগ নিশ্চিত করুন, নইলে বাংলাদেশে কোন ভোট হবেনা। আর দেশে যদি নির্বাচন করতে হয় তাহলে সেই পরিবেশ আগে তৈরি করতে হবে। জাতীয় ঐক্য না হলেও নির্বাচন সম্ভব নয়।
আমি গণতন্ত্রের স্বার্থে একাই রুপগঞ্জে যুদ্ধ করে যাবো। যেসকল পরিবর্তন, সংস্কার করা হচ্ছে সেটা যাই বলেন সবই দেশের মানুষের স্বার্থে করা হচ্ছে। দেশে যে ১১ দিনের সর্তকবার্তা দেয়া হয়েছে সেটা সময় উপযোগী। সর্তকতা প্রতিদিনই আছে কিন্তু যারা সন্ত্রাসী তারা প্রতিদিনই সন্ত্রাসী কর্মকান্ড করে।
তিনি আরও বলেন, তারেক রহমান সাহেবকে বলব দেশের মানুষ আপনার উপর আস্থা রাখতে চায়। শুধু বহিষ্কারের চিঠি দিলে হবেনা কারন চিঠি দেয়ার দুদিন পরে অরাজকতা আরো বেড়ে যায়। জনগণ যাতে আপনার উপর আস্থা রাখতে পারে সেই কাজ করুন৷