দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবের রিয়াদ আল খারিজ শহরে সড়ক দুর্ঘটনায় মো:সজিব (৩০) নামের বাংলাদেশি এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১১টার দিকে রিয়াদ আল খারিজ শহরে এ দুর্ঘটনা ঘটে। এরপর উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহত মো. সজিব নারায়ণগঞ্জ পঞ্চবটি এলাকার আব্দুল রশিদের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, ৩মাস পূর্বে জীবিকার তাগিদে সৌদি আরব পাড়ি জমিয়েছেলেন সজিব।আজ রোজ মঙ্গলবার নিহত সজিব সবসময়ের মতো ডিউটিতে যাবার জন্য গাড়ির অপেক্ষা করছিলো। হঠাৎ তার পিছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে ধাক্কা দিয়ে চলে যায়। পরবর্তীতে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
নিহতের বড় ভাই রাজিব জানান, আমি বিকাল ৪:২৫ বারোটার দিকে সজিবের মৃত্যুর খবর জানতে পারি। সজিবের মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য সেখানকার লোকদের মাধ্যমে যোগাযোগের চেষ্টা করছি।