যার ভিতরে দ্বায়িত্ববোধ জাগ্রত হবে, আমরা সেই মানুষ তৈরি করতে চাই: ডিসি

দৈনিক তালাশ ডটকমঃস্টাফ রিপোর্টার: পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশন স্কিম (এসইডিপি) এর অধীনে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে সদর ও জেলা শিক্ষা অফিসের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিঞা।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আজকে এখানে যারা পুরস্কার নিতে এসেছে তারা সফল হয়েছে। শুধুমাত্র সফল হলে চলবেনা, জীবনকে স্বার্থক করতে হবে। আমরা ভালো মানুষ গড়তে চাই। যে মানুষটি অন্যের দুঃখ-কষ্টে পাশে থাকবে, সমাজের ভালো কাজে অংশগ্রহণ করবে, যার ভিতরে দেশপ্রেম থাকবে, সাদাকে সাদা আর কালোকে কালো বলবে। যার ভিতরে দ্বায়িত্ববোধ জাগ্রত হবে আমরা সেই মানুষ তৈরি করতে চাই। আমাদের এ শিক্ষা শুধু সামনের চোঁখ দুটোকেই প্রসারিত করবেনা, মনের চোঁখকে প্রসারিত করবে ও স্বার্থের চোঁখকে বন্ধ করবে। এ শিক্ষায় যদি শিক্ষিত হতে না পারি তাহলে এই শিক্ষা ও সফলতা সমাজ বা দেশের কোন কাজে আসবেনা। আমাদের প্রজন্মকে সেভাবেই গড়ে তুলতে চাই যাতে তারা নিজেদরকে স্বার্থক করে গড়ে তুলতে পারে।

বক্তব্য শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা।

এছাড়াও প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার সহ বিভিন্ন উপকরণ বিতরণ করেন জেলা প্রশাসক।

এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাশফাকুর রহমান ও জেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সহ বিভিন্ন সরকারি কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *