দৈনিক তালাশ ডটকমঃসৈয়দ মহসীন হাবীব সবুজ টাঙ্গাইল জেলা প্রতিনিধি: ফজিলতপূর্ণ মিলনমেলায় আশেকান-ভক্তদের অংশগ্রহণ
আল্লাহর ঘর পবিত্র কাবা শরীফ জিয়ারতের উদ্দেশ্যে ওমরাহ পালনে রওনা হচ্ছেন কলিকাতা ফুরফুরা শরীফের অন্যতম খলিফা, কালিহাতীর সহদেবপুরস্থ প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ওলিয়ে কামেল শাহ সুফি আলহাজ্ব শরিফুল ইসলাম। রবিবার
(২৮ জুলাই ) কালিহাতীর সহদেবপুরস্থ
প্রখ্যাত আধ্যাত্মিক ব্যক্তিত্ব ওলিয়ে কামেল শাহ সুফি আলহাজ্ব শরিফুল ইসলামের নিজ বাসভবনে
আয়োজিত হয় এক দোয়া মাহফিল ও মধ্যাহ্ন ভোজের ফজিলতপূর্ণ অনুষ্ঠান।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন দেশ-বিদেশের হাজারো আশেকান, ভক্ত ও মুরিদান। আধ্যাত্মিক পরিবেশে অনুষ্ঠিত দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, ওমরা পালনের সহি তাওফিক ও হেদায়েত লাভের জন্য বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
বিশেষ মোনাজাত পরিচালনা করেন দৈনিক ইনতিজার পত্রিকার প্রকাশক ও সম্পাদক শিক্ষাবিদ আলহাজ্ব এবিএম আব্দুল হাই মিয়া।
উল্লেখ্য, হুজুর শরিফুল ইসলাম সাহেব ২৯ জুলাই পবিত্র ওমরার উদ্দেশ্যে যাত্রা করবেন। তিনি কলকাতার বিখ্যাত আধ্যাত্মিক কেন্দ্র ফুরফুরা শরীফের অলিয়ে কামেল হযরত আবু বকর সিদ্দিকী (রহ.)-এর সুযোগ্য সন্তান হযরত আবু জাফর সিদ্দিকী আল কুরাইশ (রহ.)-এর নিকট থেকে খেলাফত প্রাপ্ত হন।
বর্তমানে তাঁর মুরিদান সংখ্যা প্রায় ৩০ হাজার, যারা বাংলাদেশসহ ভারত, মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে আছেন।
দোয়া মাহফিলে বিশেষভাবে স্মরণ করা হয় সাহাবায়ে কেরাম ও পবিত্র হাদিসে বর্ণিত ওমরার ফজিলতের কথা। কোরআনের আলোকে ওমরার গুরুত্ব, আত্মশুদ্ধির বার্তা এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওমরাহ আদায়ের আদর্শও উঠে আসে বক্তৃতায়।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে মধ্যাহ্ন ভোজ পরিবেশন করা হয়। তাসবিহ, দুরুদ ও ইস্তেগফারের গুঞ্জনে মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ।