জমিয়তে উলামায়ে ইসলাম ফতুল্লা থানা কমিটির প্রতিনিধি সম্মেলন

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানা কমিটির প্রতিনিধি সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬শে জুলাই) বিকেলে ফতুল্লা থানার বাংলা ভবন কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহারউদ্দিন জাকারিয়া।

এসময় বক্তারা বলেন, জাতিসংঘ মানবাধিকার কমিশন কার্যালয়ের নামে বাংলাদেশকে তারা অস্থিতিশীল করতে চাচ্ছে, যা বাংলাদেশের তৌহিদি জনতা মেনে নিবে না। তাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই চুক্তি থেকে সরে আসার আহবান জানাচ্ছি। এছাড়াও দেশকে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত করতে হলে অতি দ্রুত নির্বাচন দিয়ে জনপ্রতিনিধিদের হাতে তুলে দিয়ে আপনারা আপনাদের জায়গায় চলে যাবেন।

বক্তৃতারা আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমাদের বিশ্বাস মনির হোসাইন কাসেমীকে মনোনয়ন দেবেন। যদি তিনি আপনাদের কাছে জমিয়তের প্রার্থী হিসেবে আসেন, আপনাদের দায়িত্ব ও কর্তব্য হলো তাকে বিপুল ভোটে বিজয়ী করে জাতীয় সংসদে পাঠানো। যদি আপনারা তাকে নির্বাচিত করে পাঠাতে পারেন তাহলে ওলামাদের বিশ্বাস নারায়ণগঞ্জ একটি শান্তির শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে। নারায়ণগঞ্জবাসীর কাছে একটি আবেদন জানাচ্ছি, আপনারা ভোট দিতে ভুল করবেন না। ভোট দেবেন যোগ্য প্রার্থীকে, যাদের দ্বারা জনগণের ভাগ্য উন্নয়ন হবে।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ফতুল্লা থানার আহবায়ক মাওলানা এম. মোফাজ্জল ইবনে মাহফুজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মুফতি মুনির হোসাইন কাসেমী, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী হারুনুর রশীদ, মহানগর কমিটির সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী ও সাধারণ সম্পাদক মাওলানা মনোয়ার হোসাইন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *