দৈনিক তালাশ ডটকমঃ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় ওয়ারেন্টভুক্ত এক মাদক মামলার পলাতক আসামি কে গ্রেফতার করতে গিয়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সামছুল হক সরকার।
বুধবার (২৩ জুলাই) রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
পরে তাকে প্রথমে শহরের ভিক্টোরিয়া হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এস আই সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্সসহ মাসদাইরের ঘোষের বাগ এলাকায় ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসামি মো. রাকিব কে ধরতে অভিযানে যান।
তবে তাকে না পেয়ে ফেরার পথে পেছন থেকে শীর্ষ সন্ত্রাসী রাকিবসহ সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ওসি আরও জানান, পরে পুলিশের আরও একটি দল ঘটনাস্থলে অভিযান চালিয়ে মাদকসহ ছয়জনকে আটক করে।এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
গতকাল আনুমানিক রাত ১০ টার সময় মাসদাইর ছোট কবরস্থান এলাকায় দিপুর মাদক স্পটে অভিযানের সময় মাদক সম্রাট দিপু বাহিনীর অন্যতম সদস্য মাদক সম্রাট নক্কু কে গ্রেফতার করার সময়, ফতুল্লা মডেল থানার এক পুলিশ সদস্য কে কুপিয়ে রাশেদ নামে এক জন আসামি কে ছিনিয়ে নিয়ে যায় কিছু সন্ত্রাসীরা।
অনুসন্ধানে বেরিয়ে আসছে নানা তথ্য যানা গেছে জানাযায় ২০২৩ সালে দেওভোগে আফজাল কে নৃশংস ভাবে কুপিয়ে হত্যা করেছে কিছু সন্ত্রাসী মাদককে স্পট কে কেন্দ্র করে ঘটনা ঘটেছে সে-ই মামলার এজাহার ভুক্ত আসামি, বিয়াইত্তা রাসেল দেওভোগ বাশ মুলি এলাকায় প্রকাশে মাদক স্পট খুলে বিক্রি করছে মরণ নেশা মাদক, ধরাছোঁয়ার বাইরে এ সকল সন্ত্রাসীরা,
মাসদাইর ছোট কবরস্থান এলাকায় ডি কোম্পানির অন্যতম সদস্য, ইমন ওরফে বুলেট এর নেতৃত্বে দিপুর মাদক স্পট পরিচালনা করে বলে জানা যায়, ধরাছোঁয়ার বাইরে ইমন ওরফে বুলেট, মাদকের সাথে আরো জড়িত রয়েছে শীর্ষ মাদক সম্রাট, দিপুর ভাই নক্কু, দিপুকে গ্রেফতার হওয়ার পরথেকে ডি কোম্পানির মাদক স্পট পরিচালনা করছে ইমন ও নক্কু সহ বেশ কয়েকজন সন্ত্রাসীরা।
লিচুবাগ এলাকার রয়েছে রাসেল ওরফে ফেনসি রাসেল এর নামে মাদকের স্পট চলমান ধরাছোঁয়ার বাইরে মাদক সম্রাট ও বিএনপির নামধারী সন্ত্রাসী রাসেল।
দেওভোগ হাশেমের মাঠে মাদক সম্রাট,রাশিদের জমজমাট মাদক বাণিজ্য চলমান রয়েছে ধরাছোঁয়ার বাইরে রাশেদুল ওরফে রাশেদ।