জিয়াউর রহমান ও তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে আড়াইহাজারে মৎস্যজীবী দলের বিক্ষোভ

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি ও দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে বিশাল মিছিল নিয়ে যোগদান করেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের নেতৃবৃন্দরা।

বৃহস্পতিবার (২৪শে জুলাই) বিকেলে নগরীর ২নং রেলগেট সংলগ্ন জেলা ও মহানগর বিএনপি কার্যালয়ের সামনে বিএনপির নির্বাহী কমিটির সহ-অর্থ বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন’র নির্দেশে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের সভাপতি মোঃ শাহজাহান এবং সাধারণ সম্পাদক মোঃ আশরাফ উদ্দিনের নেতৃত্বে এ বিক্ষোভ সমাবেশে যোগদান করা হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্যে বক্তৃতারা বলেন, আপনারা যারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তি করেছেন আপনারা কি দেখেছেন উনি কে? কি ওনার পরিচয়? তারেক রহমান হলো বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান। জিয়াউর রহমান এদেশের স্বাধীনতার পতাকা এনে দিয়েছিলেন এবং খালেদা দিয়ে এই দেশ থেকে সর্বপ্রথম স্বৈরাচার মুক্ত করেছিল।

আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিএনপি’র কর্ণধার তারেক রহমানসহ যারা বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুক্তি মূলক বক্তব্য দেন, তাদেরকে হুশিয়ার করে বলতে চাই, ভবিষ্যতে যদি এই ধরনের কোন বক্তব্য দেন তাহলে আড়াইহাজার উপজেলায় মৎস্যজীবী দলের নেতাকর্মীরা কিন্তু আর বসে থাকবে না, তারা আপনাদেরকে এর উপযুক্ত জবাব দিবে।

এসময় বিক্ষোভ মিছিলকালে আরও উপস্থিত ছিলেন, আড়াইহাজার উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ-সভাপতি মোঃ কাউসার, সহ-সভাপতি মোঃ মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আহমেদ কবির, সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক মিয়া, ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি আবুল কাশেম, রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের ১নং সদস্য মোঃ শামীম ও এমদাদুল হক সহ উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *