দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল কলেজে ঘটে যাওয়া স্মরণ কালের ভয়াবহ বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে সিরাজগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার(২২ জুলাই২০২৫) বাদ মাগরিব সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনের অফিসে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত এবং আহতদের আশু সুস্থতা কামনায় এ কর্মসূচি পালন করা হয়।
সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসানের সভাপতিত্বে দোয়া মাহফিলের আগে সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ইন্না, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসি। আলোচনা সভা পরিচালনা করেন প্রেসক্লাবের দফতর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক।
মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়।
পরে উত্তরার মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে ও আহতদের সুস্থতা কামনা করে ফাতেহা শরীফ ও দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন প্রেসক্লাব সংলগ্ন জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মওলানা মোয়াজ্জেম হোসেন।
দোয়া মাহফিলে অনেক গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
শোক দিবসে ভোরে সূর্যোদয়ের সাথে সাথে প্রেসক্লাব ভবনে কালো পতাকা অর্ধনমিত করা হয়। আল্লাহ যেন, দেশের এই অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি কাটিয়ে ওঠার তাওফিক দান করুন, আমিন ।