সিরাজগঞ্জ সরকারি কলেজের বিএনসিসি ক্যাডেট সদস্য হতে পেরে গর্বিত ফেরদৌসী পারভীন তিশা

দৈনিক তালাশ ডটকমঃ শাহ আলম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি: বিএনসিসি হচ্ছে সেনা -নৌ- ও বিমানবাহিনী- ক্যাডেটদের সমন্বয়ে গঠিত, বাংলাদেশের সেনাবাহিনীর দ্বিতীয় সারির আধা সামরিক স্বেচ্ছাসেবী বাহিনী।
এটি সামরিক বাহিনীর কর্মকর্তা জেসিও- এনসিও-বেসামরিক কর্মকর্তা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত ।
এই সংগঠনেরই গর্বিত সদস্য সিরাজগঞ্জের কৃতি সন্তান ফেরদৌসী পারভীন তিশা। সিরাজগঞ্জ সরকারি কলেজে অধ্যয়নরত একজন মেধাবী ছাত্রী । তিনি বলেন , এটি শুধু একটি পোশাক নয়, আমাদের কোন বেতন নেই, এটা কোন চাকরি নয়, এর নাম ভালোবাসা ও দেশপ্রেম । দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করার নাম বিএনসিসি ক্যাডেট । জ্ঞান, শৃঙ্খলা, দক্ষতা, স্বেচ্ছাসেবক, দেশ প্রেম, মানবিকতা, দেশের প্রতি , সমাজের প্রতি চ্যালেঞ্জ মোকাবেলা করে এগিয়ে যাওয়ার কঠিন জিম্মাদারী এই পোশাকের।
আজকে যুদ্ধ লাগলে কেউ যুদ্ধে না গেলেও, যারা একদিনের জন্যও এই পোশাকটা পড়েছে তাদের যেতে হবেই। একেই বলে বিএনসিসি ক্যাডেট। কঠিন অধ্যাবসায় এবং ত্যাগে আমরা বলিয়ান। ঝড়-বৃষ্টি, তুফান, খরা, হাড় কাঁপানো শীত ও নানা প্রতিকূলতায় রাষ্ট্রের কাজে আমাদের সদা সর্বদা নিয়োজিত থাকতে হয়। ফেরদৌসী পারভীন তিশা আরো বলেন, আমি গর্বিত, আমি একজন বিএনসিসি ক্যাডেট। আমি একজন দ্বিতীয় সারির বীর যোদ্ধা। এই ভালোবাসার সংগঠন থেকে স্বল্প সময়ে বেশ কিছু অর্জন সারা জীবন আমাকে দেশ ও দশের কথা মনে করিয়ে দিবে। যেমন: হাড় কাঁপানো তীব্র শীতে ক্যাম্প গুলো করার সেই অভিজ্ঞতা, ক্লাস ছেড়ে জুনিয়রদের শেখানো, অনেক কষ্ট সহ্য করে এই অর্জন যেন ধরে রাখতে পারি এটাই আমার প্রত্যাশা। মেধাবী এই ক্যাডেট সদস্য ফেরদৌসী পারভীন তিশা মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৫ পেয়েছেন সিরাজগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক সম্মাননা স্মারক । অকুতোভয় এই নারী বিএনসিসি ক্যাডেট এর জন্য অনেক অনেক শুভকামনা রইলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *