সাভারে প্রাইভেট কার দিয়ে কভারভ্যান ডাকাতি দি ক্লথ এন্ড ফ্যাশন লি: ৭জনের বিরূদ্ধে অভিযোগ

দৈনিক তালাশ ডটকমঃ সাভারে প্রাইভেট কার দিয়ে কভার ভ্যান ডাকাতি বিপুল পরিমান মালামাল দি ক্লথ এন্ড ফ্যাশন লি: অজ্ঞাতনামা ৭জনের বিরূদ্ধে ডাকাতির অভিযোগ।

ভুক্তভোগীদের দাবি এ বিষয়ে কোম্পানির কিছু অসাধু কর্মকর্তারা জড়িত রয়েছে বলে জানান ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

গত (৭জুলাই) সাভার থানাধীন রাজফুলবাড়িয়া দি ক্লথ এন্ড ফ্যাশন লি: এর ১০০ গজ সামনে গেলে ডাকাতদলের ৭জন সদস্য প্রাইভেটকার দিয়ে কভার ভ্যানে চাপ দিয়ে গাড়িসহ মালামাল লুট করে নিয়ে যায়।
এমতাবস্থায় সাভার মডেল থানায় ভুক্তভোগী সুফিয়ান (৩৯) একটি অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী সুফিয়ান জানান, দি ক্লথ এন্ড ফ্যাশন লি: এর দারোয়ান কোন প্রকার গেইট পাশ ও চালান ছাড়া কভার ভ্যান ছেড়ে দেয়৷
প্রতিষ্ঠানের ঠিক ১০০ গজ দূরে গেলেই অজ্ঞাতনামা ৭ জন প্রাইভেটকার দিয়ে চাপ দেয় এবং সেখান থেকে ২জন ডাকাত কভারভ্যান থেকে চালক কে নামিয়ে প্রাইভেট কারে উঠিয়ে নেয় এবং বাকি ২ জন কভারভ্যান উঠে গাড়িসহ মালামাল লুট করে নিয়ে যায়।
তিনি আরো জানান, ডাকাত দলের সদস্যরা কভারভ্যান চালককে প্রাইভেটকারে টেনে হিচরে তার মোবাইল ও সিম কার্ড ছিনিয়ে নেয়।
পরবর্তীতে আমি গাড়িতে থাকা জিপিএসের মাধ্যমে জানতে পারি কভার ভ্যান সাভার থানাধীন হেমায়েতপুর মোল্লা ফিলিং স্টেশনের সামনে রয়েছে।
উক্ত ফিলিং স্টেশনের সামনে থাকা আমার গাড়িতে উঠে দেখি গাড়িতে থাকা মালামাল ডাকাতদলের সদস্যরা লুট করে নিয়ে গেছে।
আমার ধারনা দি ক্লথ এন্ড ফ্যাশন লি: এর কিছু অজ্ঞাতনামা ব্যাক্তি এর সাথে জড়িত নয়ত সিকিউরিটি গার্ড কোন প্রকার চালান ও গেইট পাশ ছাড়াই গাড়ি কেন ছেড়ে দিবে।

ভুক্তভোগীদের দাবি আইনশৃঙ্খলা বাহিনীর সর্বস্তরের কর্মকর্তাদের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ঘটনাটি তদন্ত করা হোক এবং আসামিদের পর্যাপ্ত পরিমাণ শাস্তির দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *