দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: আজমেরী ওসমানের অনুসারি থেকে জুলাই অভ্যুত্থানের পর বিএনপি নেতা বনে যাওয়া তানভীর সরদারের শেল্টারে নারায়ণগঞ্জ সদর থানাধীন আমলাপাড়া এলাকায় চলছে মাদক ব্যবসায়ী সুমন ওরফে হিজলা সুমনের ইয়াবার রমরমা মাদক ব্যবসা।
মাদক ব্যবসায়ী সুমন ওরফে হিজলা সুমন সদর থানাধীন বেশ কিছু এলাকায় তানভীর সরদারের ছত্রছায়ায় রমরমা ইয়াবা ও গাঁজা ব্যবসা পরিচালনা করে আসছে অনেকটাই বুক ফুলিয়ে। প্রতিদিন এই মাদক ব্যবসায়ী সুমনের সিন্ডিকেটের লক্ষ টাকার মাদক বিক্রয় হচ্ছে অনেকটাই প্রশাসনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে।
সচেতন মহলের অভিযোগ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু অসাধু কর্মকর্তারা এইসব স্পট থেকে মাদক বিক্রির মাসোহারা পেয়ে থাকেন। ফলে মাদক নির্মূলের বদলে প্রতিনিয়তই বৃদ্ধি পাচ্ছে।
স্থানীয়রা বলছেন, পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে জরুরিভিত্তিতে কঠোর ব্যবস্থা না নিলে যুবসমাজ ধ্বংস হয়ে যাবে। মাদক সিন্ডিকেট শিকড় থেকে উপড়ে ফেলতে হবে। তা না হলে সমাজে এই মাদকের ভয়াল থাবা থেকে কেউই নিরাপদ নয়। উঠতি বয়সি তরুণ-তরুণীরা ধ্বংস হচ্ছে। গড়ে উঠছে ছোট-বড় কিশোর গ্যাং। অভিভাবক মহল রয়েছে চরম বিপাকে। মাদকের টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি-ছিনতাই করছে।
অপরদিকে জানাযায়,৫ই আগস্ট বিকেলে সরকার পরিবর্তনের খবর পেয়ে, তানভীর সরদার নিজে বিএনপি রাজনীতিতে যোগদান করেন। বিএনপির একাধিক সদস্যের সাথে ইদানীং তার সখ্যতা দেখা গেছে। একইসাথে এলাকায় নিজেকে এখন বিএনপি নেতা পরিচয় দেন।
স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জানান, তানভীরকে কোনদিন বিএনপির কোনো কর্মসূচীতে দেখা যায়নি। এতদিন তাকে আজমেরী ওসমানের সাথেই দেখা গেছে। এখন হঠাৎ পরিচয় দেন বিএনপির নেতা হিসেবে। এমন সুবিধাবাদী লোক বিএনপিতে আসলে বিএনপির বদনাম হবে।
আরো জানা যায়,হাসিনা সরকারের সময় আজমেরী ওসমানসহ বিভিন্ন নেতাদের সাথে তার বিভিন্ন ছবি এখনও ভাসছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। আর গত ৫ই আগস্টের পটপরিবর্তনের সাথে সাথে অন্য আরো অনেকের মতো বদলে গেছেন তিনি। রাতারাতি হয়ে গেছেন বিএনপি। বিএনপির বিভিন্ন প্রোগ্রামে এখন সরব তিনি।