দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজের সাবেক ভিপি টিটুর ছোট ভাই মাহবুবের বউ সুমির একটি মাদক সেবনের ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এ বিষয়ে সামাজিক মাধ্যমে তৈরি হয়েছে বিতর্ক। এছাড়া সুমির বিরুদ্ধে প্রথম স্বামীকে তালাক না দিয়ে আরেকটি বিয়ের খবরের অভিযোগ রয়েছে। এমনকি স্বৈরাচার হাসিনা পতনের পর এক দোসরকে আশ্রয় দিয়েছিলেন এই মাদক সেবনকারী সুমি।
এই নারী মাদক সেবনকারী সুমির একটি ছবি ও বিডিও দৈনিক তালাশ পোর্টালের হাতে আসে। যাতে দেখা যাচ্ছে এই নারী সেবনকারী মনের সুখে সেবন করে যাচ্ছে মরনব্যাধি ইয়াবা। এছাড়া আরো একটি অভিযোগ রয়েছে তার বাসায় ঢাকা বোর্ড কর্মকর্তাদের আনাগোনা রয়েছে।
স্লিম হওয়ার জন্য নারায়ণগঞ্জসহ দেশের অধিকাংশ জেলায় শত শত তরুণী ও কিশোরী ইয়াবা আসক্ত হচ্ছে। এদের বেশির ভাগই নারায়ণগঞ্জের উচ্চ ও মধ্যবিত্ত পরিবারের সন্তান। ইয়াবায় আসক্ত শতকরা ৮০ ভাগ ছাত্রীর লেখাপড়া বন্ধ হয়ে গেছে। মাদকাসক্ত হয়ে অপরাধ কর্মে জড়িয়ে পড়ায় স্কুল-কলেজের গণ্ডি পার হতে পারছে না অনেক তরুণী। আবার মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের এক শ্রেণির ছাত্রীও ইয়াবার নেশায় উন্মাদ।
এ বিষয়ে সুমির আক্তারের সাথে যোগাযোগের চেষ্টা করলে তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
চিকিৎসা করেও স্বাভাবিক জীবনে ফিরতে পারছে না মাদকাসক্তরা। ফলে তারা যৌন অপরাধসহ নানা ধরণের অপরাধে জড়িয়ে পড়ছে। ইয়াবার ভয়াবহ ছোবল থেকে বাঁচার আকুতি জানিয়েছেন আক্রান্ত মেয়ের বাবা-মায়েরা। ইয়াবা সেবন করার কারণে ধ্বংসের পথে হাজার হাজার পরিবার।
স্থানীয় এলাকাবাসী সুমি আক্তারের এই মাদক সেবনের বিষয়টি ভালো চোখে দেখেননি। বেশির ভাগ মানুষ সুমিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করছেন।