সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: ঐতিহ্য সংগ্রাম ও ইতিহাস সাফল্যের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা প্রোপাগান্ডার প্রতিবাদে  সিরাজগঞ্জে ঘটে যাওয়া ও পুরনো ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে মাথা থেঁতলে হত্যাকান্ডের মূল আসামিদের গ্রেফতারের দাবিতে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে কুরুচিপূর্ণ শ্লোগানের প্রতিবাদে এবং বাংলাদেশের সর্ববৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপির বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক মিথ্যা প্রোপাগান্ডার মব সৃষ্টির প্রতিবাদে জেলা স্বেচ্ছাসেবক দলের বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) বিকেলে সিরাজগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী ও বিএনপি এবং অংগ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীরা খন্ড মিছিল নিয়ে শ্লোগান দিয়ে ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনের সবুজ চত্বরে সমবেত হয়ে  এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  আলোচনা সভা সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মিলন হক রন্জু।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,।
পরে সেখান থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, এর নেতৃত্বে একটি সমবেত বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। শ্লোগানে শ্লোগানে মুখরিত বিশাল বিক্ষোভ মিছিলটি ইবি রোড, বড়পুল, এস এস রোড, বড় বাজার রোড হয়ে বাজার স্টেশন রোডস্থ মুক্তির সোপানে যেয়ে শেষ হয়।
সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন,।

এ সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশের নেতৃত্বদানকারী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু তার বক্তব্যে বলেন মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক বীর উত্তম মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল বিএনপি মাটি ফেটে কিম্বা আকাশ থেকে হঠাৎ নেমে আসেনি,
১৯ ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ মাধ্যমে আমরা এদেশ স্বাধীন করেছি।  আমরা স্বাধীনতায় বিশ্বাসী,  আমরা যুদ্ধ সময়ে ঐক্যবদ্ধ থেকে দেশকে স্বাধীন করেছি এখনও দেশের সার্বভৌমত্ব রখার জন্য আমরা  জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ আছি আগামীতেও থাকবো।
শত আন্দোলন সংগ্রাম, ত্যাগ-তীতিক্ষার মধ্য দিয়ে বিএনপি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ জনপ্রিয় রাজনৈতিক দলে পরিনত হয়েছে। গণআন্দোলন গণঅভ্যুত্থানে পতিত পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনা সহ অতীতে দেশ বিরোধী ষড়যন্ত্রকারীরা বিএনপিকে নিঃশেষ করা জন্য অনেক ষড়যন্ত্র করে ব্যর্থ হয়েছে, বিপ্লবী জনতা ধৈর্য ধারণ করেছে, তারা জেগে উঠেছে, বিএনপির বিরুদ্ধে, সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দিতে গণতন্ত্র প্রিয় সংগ্রামী জনগণ সদাজাগ্রত।
এসময়ে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম,  জেলা বিএনপি যুগ্ম- সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান,
জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও শহর বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মোঃ মুন্সী জাহেদ আলম,সাধারণ  সম্পাদক জাহাঙ্গীর আলম ভূইয়া সেলিম, শহর বিএনপির সিনিয়র যুগ্ন-সাধারণ সম্পাদক রেজাউল করিম জোয়ার্দার, জেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ,  এছাড়াও আরো উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম- আহবায়ক মোঃ ছানোয়ার হোসেন ছানু, মোঃ হেলাল,  আলী জোয়ার্দার আরাফাত হিরু, মোঃ আব্দুল মতিন, মোঃ তানভীর শাকিল, ,  মোঃ নাজমুল হক, আব্দুল বারিক সালাউদ্দিন শেখ, হাবীব শেখ, মোঃ ছাইফুল ইসলাম, মোঃ রাকিবুল ইসলাম রাকিব, ময়নুল ইসলাম রাষ্ট্র সহ – উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা ও ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *