দৈনিক তালাশ ডটকমঃবিগ্গ আইনজীবীদের সুস্থতা দীর্ঘায়ু ও সফলতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সভাপতি হিসাবে ছিলেন.. সিনিয়র আইনজীবী এ্যাড মোঃ রেজাউল করীম খান রেজার
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন সাবেক সাংসদ নাঃগন্জ ৪
আরো উপস্থিত সিনিয়র আইনজীবী এ্যাড মোঃ শামসুজ্জামান খোকা,
এ্যাড মোঃ রফিক আহমেদ,
এ্যাডঃ আহসান হাবীব শাহীন,
এ্যাড মোঃ জহিরুল ইসলাম জহির, এ্যাড মোঃ আবুল বাশার,এ্যাড মোঃ শহিদ সারোয়ার
,এ্যাড বাহাউদ্দীন
,এ্যাড মোঃ শাহ আলম খান,এ্যাড মোঃ ওমর ফারুক নয়ন, এ্যাড মোঃ ইব্রাহিম মিয়া,এ্যাড মোঃ নবী হোসেন
,এ্যাড মোঃ মতিউর রহমান মতিন
,এ্যাড মোঃ নুরুল আমীন মাসুম
,এ্যাড মোঃ আনিসুল রহমান মোল্লা এ্যাড কায়সার আলম চৌধুরী টুটুল এ্যাড আক্তার হোসেন
,এ্যাড মোঃ আফজাল হোসেন, এ্যাড মাসুদা বেগম শম্পা, এ্যাড লিজা
,এ্যাড আলী আজম এ্যাড শামীম
,এ্যাড মোঃ মমিন, এ্যাড ফাতেমা আখতার পপি সহ অনেকে
সঞ্চালনায় ঃএ্যাড এসএম গালিব
সার্বিক তত্ত্বাবধানে ঃ এ্যাড এম এ মোমেন ও এ্যাড মোঃহাবিবুর রহমান (মাসুম)