বগুড়ার-শেরপুর উপজেলা মিলনায়তনে বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫ পালিত

দৈনিক তালাশ ডটকমঃ শেরপুর উপজেলা প্রতিনিধি:
তোমার পরিবার পরিকল্পনা কর ,,পৃথিবীকে রক্ষা করো, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়া জেলার শেরপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস ২০২৫.।
সোমবার ১৪ জুলাই ২০২৫. পালিত হলো বিশ্ব জনসংখ্যা দিবস, যার লক্ষ্য হচ্ছে বিশ্ব জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের উপরে জনসচেতনতা বৃদ্ধি করা,। ১৯৮৭ সালের ১১ জুলাই তারিখে বিশ্ব জনসংখ্যা ৫০০ কোটি ছাড়িয়ে গেলে সারা বিশ্বের মানুষের মধ্যে যে আগ্রহের সৃষ্টি হয়, তাতে অনুপ্রাণিত হয়ে ১৯৮৯ সালে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির পরিচালনা পরিষদ এই দিবসটি প্রতিষ্ঠা করেন। তখন থেকে আজ অবদি প্রতি বছরের ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস হিসেবে পালিত হয়ে আসছে বিশ্ব জনসংখ্যা দিবস। বিশ্ব জনসংখ্যা দিবসের লক্ষ্য হলো – পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, দারিদ্র, মাতৃ স্বাস্থ্য এবং মানবাধিকারের মত জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের সচেতনতা বৃদ্ধি করা ।১৯৯০ সালের ১১ জুলাই প্রথমবারের মত ৯০ টি দেশে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত হয়ে আসছে । প্রতি বছরের ন্যায় এবারও বগুড়া জেলার শেরপুর উপজেলা পরিষদ মিলনায়তনে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে , আলোচনা সভা, সনদপত্র ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান ,অনুষ্ঠিত হয়েছে। শেরপুর উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার জনাব মোঃ আব্দুল আলিম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আশিক খান মহোদয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা: সাজিদ হাসান সিদ্দিকী উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা, ডাঃ সুমাইয়া আক্তার মেডিকেল অফিসার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এবং অন্যান্য দপ্তর প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপজেলার শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *