নারায়ণগঞ্জ বাংলাদেশের অংশ এখানে কোন রাহাজানি চলবে না: আবদুল জব্বার

দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: ‎জুলাই-২৪ অভ্যূত্থান পরবর্তী প্রত্যাশিত নারায়ণগঞ্জ গঠনে রাজনৈতিক নেতৃবৃন্দের ভূমিকা শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার (১২ই জুলাই) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা পাঠাগারের মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় ‎মাঈনুদ্দিন আহমেদ বলেন, কোন মানুষই চাইবে না নারায়ণগঞ্জে আরেকজন শামীম ওসমান জন্মাক। ওসমান পরিবারের প্রভাব বিস্তার হোক সেটাও কেউ চায়না। কিন্তু দুঃখ জনক হলেও সত্য সম্প্রদায়িক সময়ে নারায়ণগঞ্জ খুবই অস্থিতিশীল পরিস্থিতিতে পরেছে। নারায়ণগঞ্জ ভালো হলে সারাদেশের মানুষ নারায়ণগঞ্জকে অনুসরন ও অনুকরণ করবে। সকল মানুষ যদি ঐক্যবদ্ধ হয়, তবে সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত নারায়ণগঞ্জ গড়তে সময় লাগবেনা।

‎সভাপতির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মো: আবদুল জব্বার বলেন, সমাজে পচন ধরছে। নারায়ণগঞ্জ বাংলাদেশের অংশ, এখানে কোন রাহাজানি চলবে না। একদিকে মধুর মধুর কথা, অন্যদিকে সন্ত্রাস চাঁদাবাজী রাহাজানী চলাবেন তা হতে পারবেনা। এ দেশের মানুষ যদি মনে করে আপনারা নেতৃত্ব দিতে পারবেন, তারা যদি নেতা বানায় আমাদের কোন আপত্তি নেই।

‎তিনি আরো বলেন, আমরা জুলাইয়ে দাড়িয়ে প্রতিজ্ঞা করতে চাই, কোন জুলুমবাজ প্রতিষ্ঠা হতে দিবো না। ব্যালড বাক্স ছিনতাই আর হতে দেয়া যাবেনা। মাথায় কাঁঠাল ভেঙ্গে খেতে চাইলে রুখে দেয়া হবে। ‎বিএনপিকে বলতে চাই, বাংলাদেশে আগামী দিনে ক্ষমতায় যাবেন। আমরা জানতে চাই কিভাবে আপনারা বুঝলেন ক্ষমতা যাবেন? এটা আপনাদের দুঃস্বপ্ন।

‎বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর আমীর মাওলানা মোঃ আবদুল জব্বার’র সভাপতিত্বে এবং সেক্রেটারি মনোয়ার হোসাইন’র সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য মাওলানা মঈনুদ্দিন আহমেদ, ‎ইসলামী ঐক্য জোটের চেয়ারম্যান আল্লামা আব্দুল কাদির, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতী মাসুম বিল্লাহ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ জেলার সভাপতি ওবাইদুল কাদের নদভী কাসেমী, গন অধিকার পরিষদ জেলার সভাপতি ইন্জিনিয়ার নাহিদ, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সাধারণ সম্পাদক ইলিয়াস হোসাইন, বাংলাদেশ জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ জেলার আমীর মমিনুল হক সরকার, ইমলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সহ-সভাপতি হাসান ইমাম মুন্সি, গন অধিকার পরিষদ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ইন্জিনিয়ার আরিফ ভূঁইয়া, খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগরের সিনিয়র সহ-সভাপতি হাফেজ মাওলানা আবু সাঈদ, সাধারণ সম্পাদক আল আমীন রাকিব, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক আহমেদুর রহমান তনু ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জে আহবায়ক নিরব রায়হান সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *