দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: আগামী ১৯ জুলাই ঢাকায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশ সফল করার লক্ষ্যে নারায়ণগঞ্জে প্রস্তুতি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ জুলাই) বিকেলে নগরীর মেট্রো হল সংলগ্ন নারায়ণগঞ্জ পূর্ব থানা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত এ মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী ও জামায়াতে ইসলামীর মহানগর আমীর মাওলানা আবদুল জব্বার বলেন, “৩৬-শে জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। সেই বাংলাদেশকে বুকে ধারণ করে সব অন্যায়, জুলুম ও অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমরা ইনসাফভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করবো। অতীতে যেমন জামায়াতে ইসলামী দলমত নির্বিশেষে ফ্যাসিজমের বিরুদ্ধে লড়েছে, তেমনি নতুন বাংলাদেশ গড়ার সংগ্রামেও সামনে থাকবে। সেই বাংলাদেশ হবে দরিদ্র-মুক্ত ও সমৃদ্ধ।”
এসময় মিছিল ও সমাবেশে আরও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর জামায়াতের প্রচার ও মিডিয়া সম্পাদক হাফেজ আবদুল মোমিন, মহানগর কর্ম পরিষদের সদস্য মাওলানা ওমর ফারুক ও হাবিবুর রহমান মল্লিক সহ থানা জামায়াতের বিভিন্ন নেতৃবৃন্দ।