সিরাজগঞ্জ কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজের গভর্নিং বডির সভাপতি  হলেন আব্দুল্লাহ আল কায়েস

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জ শহরের সন্নিকটে কামারখন্দ উপজেলার অন্তর্গত কোনাবাড়ী ও বাগবাড়ী গ্রাম।

সিরাজগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অর্থনৈতিক এবং ঐতিহাসিক স্থাপত্য সমৃদ্ধ এই উপজেলা।    শিক্ষা নগরী এ উপজেলায়   সরকারি ও বেসরকারি কলেজ রয়েছে। এর মধ্যে কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজ অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান।  সিরাজগঞ্জে  নানা গুণীজন জন্মগ্রহণ করেছেন।  তাদের নামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে।  তার মধ্যে কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজটি অন্যতম একটি শিক্ষা প্রতিষ্ঠান। বাগবাড়ী গ্রামের কৃতি সন্তান আলহাজ্জ মোঃ শহীদুল ইসলাম খান  তিনি ১৯৯৫ সালের ১৯মে তারই প্রাণান্ত চেষ্টা, অক্লান্ত পরিশ্রমে এবং  এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় যমুনা বহুমুখী সেতুর এ্যাপ্রোচ রোড  সংলগ্ন কোনাবাড়ী  গ্রামের মনোরম পরিবেশে প্রতিষ্ঠা লাভ করে এই শিক্ষা প্রতিষ্ঠানটি । তার সহধর্মিনী বেগম বুলবুল নাহার কলেজ প্রতিষ্ঠা লগ্নে তার যথেষ্ঠ অবদান থাকায় এলাকাবাসী তাদের দুজনের স্বরণেই শিক্ষা  প্রতিষ্ঠানটির নামকরন করেন কোনাবাড়ী শহীদুল বুলবুল  কলেজ ।  জাতীয়বিশ্ববিদ্যালয়ের গভনিং বডি গঠন সংক্রান্ত অভিভুক্ত কলেজ/ শিক্ষা প্রতিষ্ঠান সংবিধি -২০১৯ এর ৭ নং ধারা ক্ষমতাবলে ভাইস- চ্যান্সেলর মহোদয়ের অনুমোদিতক্রমে গত বুধবার  ৯ জুলাই ২০২৫ তারিখে  কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের কলেজ পরিদর্শক মো. আব্দুল হাই সিদ্দিক সরকার তাঁকে এ কলেজের গভর্নিংবডির সভাপতি পদে অনুমোদন দেন।
সভাপতি মনোনীত হওয়ায় নবাগত সভাপতি আব্দুল্লাহ আল কায়েস  ড. মহিবুল আহসান জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ কে ধন্যবাদ জানিয়েছেন এবং কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজের শিক্ষার মানোন্নয়নে তিনি সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করেন। এবং কলেজের সন্তোষ জনক ফলাফল ও শিক্ষার মানোন্নয়নের পাশাপাশি সার্বিক উন্নয়নে কাজ করতে চায় ।”
গভর্নিং বডির সভাপতি মনোনীত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি সভাপতি রুমানা মাহমুদ,  বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু,  জেলা জাতীয়তাবাদী যুবদল, ছাএ দল, সহ  কামারখন্দ, উপজেলা বিএনপি,  ও কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজের শিক্ষক,  ও  ছাত্র ছাত্রী বিভিন্ন পেশা জীবি সংগঠন ও নেতৃবৃন্দ ।
উল্লেখ্য ঃ  কোনাবাড়ী শহিদুল বুলবুল কলেজ নানা প্রতিকুলতা পেরিয়ে প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামো এবং শিক্ষার মান ও ফলাফলে যথেষ্ট সাফল্য অর্জন  করেছে । বর্তমানে উচ্চ মাধ্যমিক শ্রেণীতে সকল বিভাগে এবং ডিগ্রী পর্যায়ে বি.এ, বি.এস এসে, বি.এস.সি, ও বি.বি.এস শ্রেণীতে অধ্যায়ন করছে উল্লেখযোগ্য পরিমাণ ছাত্র-ছাত্রী । ছাত্র-ছাত্রীদের জন্য রয়েছে বিষয়ভিত্তিক আধুনিক বিজ্ঞানাগার ও সমৃদ্ধ লাইব্রেরী। অনার্স কোর্স  চালুর বিষয়টি প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *