দৈনিক তালাশ ডটকমঃ র্যাব-১১, সিপিসি-৩ ,পরিবেশ অধিপ্তর ও জেলা প্রশাসন, নোয়াখালীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে পরিবেশ দূষণকারী অবৈধভাবে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠান “তানিশা প্লাস্টিক প্যাকেজিং” কে নগদ ৫০,০০০/-টাকা জরিমানা সহ পলিথিন উৎপাদনের কাঁচামাল জব্দ।
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদঘাটন, অপরাধীদের গ্রেফতার, আইন-শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য র্যাব ফোর্সেস নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে। জঙ্গি, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী, সাজাপ্রাপ্ত আসামী, ধর্ষণকারী ও বিভিন্ন অপরাধীকে গ্রেফতার এবং পরিবেশ দূষণকারী পলিথিন উৎপাদন ও বাজারজাত করণ বন্ধ, ভেজাল খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে র্যাব-১১ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
পলিথিনের পরিবেশগত ক্ষতিকর প্রভাব মোকাবেলায় বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপিলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপনন ও ব্যবহার বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করেছে। প্লাস্টিক দূষণ রোধ করে টেকসই পরিবেশ গড়তে পরিবেশের জন্য ক্ষতিকারক অবৈধ পলিথিন ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধ করে পলিথিনের পরিবর্তে পরিবেশবান্ধব বিকল্প ব্যবহার করে সাধারণ মানুষকে পলিথিনের ক্ষতিকারক দিকগুলো সম্পর্কে সচেতন করা এবং এর ব্যবহার সীমিত করার জন্য সরকার ও বিভিন্ন সংস্থা কাজ করছে। এরই ধারাবাহিকতায় র্যাব-১১, সিপিসি-৩, জেলা প্রসাশন, নোয়াখালী ও পরিবেশ অধিদপ্তর, নোয়াখালী এর যৌথ অভিযানে পরিবেশ দুষণকারী পলিথিন উৎপাদকারী প্রতিষ্ঠান “তানিশা প্লাস্টিক প্যাকেজিং” এর বিরুদ্ধে অদ্য ইং-০৯/০৭/২০২৫ইং তারিখ অনুমান ০৯.৩০ হতে ১৫.৩০ ঘটিকার সময় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬(ক) ও ১৫(এ) এর ৪(খ) আলোকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় নিষিদ্ধ পলিথিন ব্যাগ তৈরী ও মজুদ করার অপরাধে উক্ত প্রতিষ্ঠানকে ৫০,০০০/- টাকা আর্থিক দন্ড সহ ১,৩৯৪ কেজি তৈরী পলিথিন ও ২,১৪৪ কেজি পলিথিন তৈরীর কাচামাল পিপি দানা জব্দ করা হয় যার আনুমানিক বাজার মূল্য ২,০১,৬৬৬/-টাকা।