উল্লাপাড়া উপজেলা শিক্ষা নগরীর জনক এম আকবর আলী

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম :সিরাজগঞ্জ জেলার ব্যস্ততম শিক্ষানগরী খ্যাত উপজেলা উল্লাপাড়া।এই উপজেলার আপামোর জনসাধারণ কে আলোকিত সুনাগরিক করে গড়ে তুলতে শিক্ষা বিস্তার নিয়ে যিনি স্বপ্ন দেখেছিলেন এবং বাস্তবায়ন করেছেন অসংখ্য স্কুল কলেজ শিক্ষাপ্রতিষ্ঠান, তিনি হচ্ছেন উল্লাপাড়া উপজেলার রূপকার সাবেক এমপি এম আকবর আলী। এখানে রেল স্টেশন থাকায় অনেক দূর-দূরান্ত জেলার ছেলেমেয়েরা এসে উন্নত শিক্ষা লাভ করছেন । ব্যবসা-বাণিজ্যের দিক থেকেও উন্নত । সাবেক এম পি – এম আকবর আলী বট বৃক্ষের মতো এলাকার উন্নয়নে কাজ করে চলেছেন । তিনি প্রতিষ্ঠা করেছেন এম আকবর আলী সরকারি কলেজ, এই কলেজকে তিনি বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে চান । টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা করতে চান । নার্সিং কলেজ ইন্সটিটিউট প্রতিষ্ঠা করতে চান । তিনি বলেন আমার এলাকার ছেলে মেয়ে যত বেশি শিক্ষিত হবে, তত বেশি উন্নত জীবন লাভ করবে এবং দেশের কাজে নিজেকে নিয়োজিত করবে । উল্লাপাড়া উপজেলার সকল শ্রেণী পেশার মানুষের হৃদয়ের স্পন্দন জীবন্ত কিংবদন্তি সাবেক জনপ্রিয় এমপি এম আকবর আলী । এলাকার জনগণ আবারো উনাকে এমপি হিসেবে দেখতে চায়। একান্তর সাক্ষাৎকারে তিনি বলেন, বিগত সরকারের আমল থেকে এখন পর্যন্ত আমি ইচ্ছে করলে ঢাকা শহরে থাকতে পারতাম । কিন্তু জনগণের সুখ দুঃখ অনুভব করে তাদের পাশে থাকতে চাই , এজন্য আমি আমার বড়হর গ্রামে সাধারণ বাড়িতেই বসবাস করে আসছি । গ্রামে থেকে গ্রামের মানুষের শিকড়ের গন্ধ নিতে পারি, সুখে দুখে পাশে থাকতে পারছি, এটাই বড় পাওয়া । জীবনের শেষ দিন পর্যন্ত যেন জনগণের সেবা করে যেতে পারি এমনটাই প্রত্যাশা করেছেন তিনি । জীবনের শেষবারের মতো আবারো বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী তিনি । একান্ত সাক্ষাৎকার নেওয়ার সময় পাশে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ এর বহুল প্রচারিত দৈনিক কলম সৈনিক ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের জনবাণী পত্রিকার সম্পাদক, ইতিহাস গবেষক জনাব মোঃ আব্দুল হামিদ, দৈনিক বণিক বার্তা ও ডেইলি অবজারভার পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক অশোক ব্যানার্জি, দৈনিক আজকের জনবাণী পত্রিকার সটাফ রিপোর্টার মোঃ শাহ আলম ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *