ক্যান্সারে আক্রান্ত বিপন্না রানী’র বাঁচার আকুতি

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জের তাড়াশ পৌর এলাকার গোবিন্দ মন্দির সংলগ্ন শ্রী বাদল বাদ্যকরের স্ত্রী মৃত মিরা রানীর একমাত্র মেয়ে বিপন্না রানী (২৬) এখন মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে শয্যাশায়ী ।কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না দরিদ্র বাবা ও স্বামী বিপ্লব ঘোষ।

গাইবান্ধার মহিমাগঞ্জ উপজেলার শ্রীপতিপুর গ্রামে ঘোষপারা এলাকায় বিপন্না রানী ও তার স্বামী বিপ্লব ঘোষ থাকেন।
২০১৮ পারিবারিক ভাবে তাদের বিয়ে হয়। বিবাহিত জীবনে তাঁরা সুখী ছিলেন। তাদের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয় মেয়ের নাম অহনা ঘোষ বয়স ৬ বছর।
বিপন্না রানী বগুড়া জিয়া মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

চিকিৎসকেরা জানিয়েছেন, সে মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। তার এখন উন্নত চিকিৎসার প্রয়োজক এতে অনেক টাকা লাগবে।

বিপন্নার, পরিবার বলেন, ধার দেনা ও মানুষের কাছে থেকে সাহায্য সহযোগীতা নিয়ে বিপন্নার চিকিৎসায় ইতোমধ্যে প্রায় ৪ লাখ টাকা ব্যয় করেছি।এখন উন্নত চিকিৎসার জন্য প্রায় ৫ থেকে ৬ লাখ টাকার প্রয়োজন। তা আমাদের পক্ষে আর ব্যায় বহন করা সম্ভব না। তাই সমাজের বিত্তশালী, ধনবান ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সাহায্য কামনা করছি।

সাহায্য পাঠানোর জন্য: বিপন্না রানীর ব্যক্তিগত বিকাশ ও নগদ নম্বর: 01936389524,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *