দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা ও কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০২৪ সালের জুলাই – আগস্ট গণঅভ্যুত্থানের প্রেরণার বাতিঘর শহীদ, আহত ও পঙ্গুত্ব বরণকারী ভাই ও বোনদের স্মরণে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার, ( ১লা জুলাই ২০২৫) বাদ আসর এস এস রোডস্থ কেন্দ্রীয় জামে মসজিদে বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার আয়োজনে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি অধ্যাপক আব্দুল লতিফ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, সিরাজগঞ্জ শহর শাখা
সেক্রেটারি মাওলানা মোস্তফা মাহমুদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ (সদর ও কামারখন্দ ২) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার মনোনয়ন প্রত্যাশী সেক্রেটারি মুহাম্মাদ জাহিদুল ইসলাম।
অনুষ্ঠানের প্রধান অতিথি মুহাম্মাদ জাহিদুল ইসলাম বলেন,
জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যারা শহীদ ও আহত হয়েছেন তাদের শ্রদ্ধাভরে স্মরণ করেন। তিনি বলেন, সকলের চেষ্টার ফলেই জুলাই আন্দোলন সফল হয়েছিল। এই আন্দোলনে দেশে অনেক লোক আহত-নিহত হয়েছিল। তাদের ত্যাগের বিনিময়ে আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশ পেয়েছি। বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভেদাভেদ ভুলে সকলকে একসাথে কাজ করতে হবে। আমাদের সকলকে মনে রাখতে হবে যারা মৃত্যুবরণ করেছেন এর মধ্যে
আবু সাঈদ, ওয়াসীম আকরাম, মীর মুগ্ধ, নাফিজ, ফারহান ফায়েজসহ গণহত্যার শিকার হাজারো শহীদ এবং অসংখ্য আহত ছাত্র-জনতাকে দেশবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার সহকারি সেক্রেটারি অধ্যাপক শহিদুল ইসলাম, সহ- বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ শহর শাখা সহ ও অন্যন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাত বরণকারী ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে দোয়া পরিচালনা করেন সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমামও খতিব হাফেজ মাওলানা মুফতি আব্দুল্লাহ সরকার।