রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পর্যবেক্ষণ কর্মশালা

দৈনিক তালাশ ডটকমঃ রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: রায়গঞ্জের ধামাই নগর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন।

সিরাজগঞ্জের রায়গঞ্জে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের মাঠ পর্যায়ে বাস্তব চিত্র পর্যবেক্ষণ ও উন্নয়নের লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই২০২৫) দুপুর ২টায় ধামাই নগর ইউনিয়ন পরিষদ চত্বরে এই কর্মশালার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, ইউনিসেফ এবং ভাইটাল স্ট্র্যাটেজিস।

পরিদর্শনে অংশ নেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ফটোসাংবাদিক মি. জুয়ান আরেডোন্ডো, ভাইটাল স্ট্র্যাটেজিস-এর কান্ট্রি কো-অর্ডিনেটর মোঃ নজরুল ইসলাম, সিরাজগঞ্জ জেলা কো-অর্ডিনেটর মোঃ মঈন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব গণপতি রায় মহোদয়, রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হুমায়ুন কবীর এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ.এফ. ইসলাম।

সভায় বক্তারা বলেন, “জন্ম ও মৃত্যু নিবন্ধন একটি মৌলিক নাগরিক অধিকার। এই প্রক্রিয়া সহজ ও দ্রুত করতে জন সচেতনতা বৃদ্ধি এবং ইউনিয়ন পর্যায়ে ডিজিটাল ব্যবস্থা জোরদার করা প্রয়োজন।”

ফটোসাংবাদিক মি. জুয়ান আরেডোন্ডো এ সময় মাঠপর্যায়ে তথ্য ও চিত্র সংগ্রহ করেন। তিনি বলেন, “বাংলাদেশের ইউনিয়ন পর্যায়ে এ ধরনের নিবন্ধন কার্যক্রম আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার মতো একটি বড় দৃষ্টান্ত।”

এ সময় প্রতিনিধিদল স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং নিবন্ধন কার্যক্রমে faced-challenges সম্পর্কে সরাসরি জানেন। তারা বলেন, অনেক ক্ষেত্রে জনগণ এখনো নিবন্ধনের প্রয়োজনীয়তা সম্পর্কে সঠিকভাবে জানে না। তাই সচেতনতামূলক কার্যক্রম ও ইউনিয়ন পরিষদের কার্যকর ভূমিকা গুরুত্বপূর্ণ।

পরিদর্শন শেষে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ধামাইনগর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান সফল আয়োজনের জন্য।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাই নগর ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমের বাস্তব চিত্র সরেজমিনে পরিদর্শন করেছেন ইউনিসেফ ও ভাইটাল স্ট্র্যাটেজিস-এর প্রতিনিধিদল।

পরিদর্শন শেষে অতিথিরা সন্তোষ প্রকাশ করেন এবং ধামাইনগর ইউনিয়ন পরিষদকে ধন্যবাদ জানান সফল আয়োজনের জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *