সিরাজগঞ্জে সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর প্রতিষ্ঠা বার্ষিকীর প্রস্তুতি সভা 

দৈনিক তালাশ ডটকমঃসিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: 
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য,এই প্রতিপাদ্যকে সামনে শুক্রবার ২০ জুন ২০২৫ সিরাজগঞ্জ এসএস রোডস্থ সাইফুর কোচিং সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো সিরাজগঞ্জে বসবাসরত ( তাড়াশ -রায়গঞ্জ – ও সলঙ্গা) র কর্মজীবী, ছাত্র , শিক্ষক, ব্যাংকার, ডাক্তার, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমন্বয়ে গঠিত সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন সম্মিলিত প্রয়াস এর ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মানবিক সংগঠন হিসেবে প্রান্তিক অসহায় মানুষের পাশে চিকিৎসায় সহযোগিতা করা, রক্তদান কর্মসূচি, ঈদ সামগ্রী বিতরণ, কম্বল বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, এবং মাদক মুক্ত সমাজ গঠন, ইভটিজিং, বাল্যবিবাহ প্রতিরোধে এই সংগঠনটি ভূমিকা রেখে চলেছে। আাগামী ১০ অক্টোবর ২০২৫ তারিখে সংগঠনটির ১৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের জন্য আজকের এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন সম্মিলিত প্রয়াস এর সভাপতি জনাব এ এইচ এম মহিবুল্লাহ মহিব, সঞ্চালনায় সম্মিলিত প্রয়াস এর সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মমিন, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মিলিত প্রয়াস এর সিনিয়র সহ-সভাপতি ফ্যামিলি ডেন্টিস্ট্রি ডা: এম হাকিম বাবু, মোহাম্মদ আলী জিন্নাহ সহ-সভাপতি, নুরুল আমিন সদস্য, সাংবাদিক শাহ আলম সদস্য, রুবেল মাহমুদ সদস্য, প্রান্ত কানাই সদস্য, সবুজ হোসেন সদস্য, মোহন আলী সদস্য, মো: সালমান সদস্য প্রমুখ :।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *