সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, জেলা মডেল মসজিদের পেশ ইমাম হাফেজ মওলানা মোঃ তরিকুল ইসলাম। এবং গীতা পাঠ করেন, কালীবাড়ি মন্দিরের পুরোহিত দূর্জয় কুমার সান্যাল,।

জেলা প্রশাসন ও ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে,
বৃহস্পতিবার (২৯ মে-২০২৫) বিকেলে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয় ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখার, আমীর মওলানা মোঃ শাহিনুর আলম।
অনুষ্ঠান পরিচালনা করেন এবং স্বাগত বক্তব্য রাখেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ ।
অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব ছিলেন, ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের ফিল্ড অফিসার মোঃ হাবিবুল্লাহ, ফিল্ড সুপারভাইজার মোঃ শাহীন সরকার।

সভায় আরও বক্তব্য রাখেন, ইমাম সমিতির সভাপতি মওলানা মোঃ রুহুল আমিন, রেলওয়ে কওমি মাদ্রাসা মুহতামিম মওলানা মোঃ নজরুল ইসলাম, সদর হাসপাতাল জামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ আব্দুস সামাদ, কেন্দ্রীয় জামে মসজিদ সিরাজগঞ্জ সদর ইমাম হাফেজ মুফতি মোঃ আব্দুল্লাহ, মডেল মসজিদ সিরাজগঞ্জ সদরের ইমাম মওলানা মোঃ তরিকুল ইসলাম, নর্দান ফ্লাওয়ার মিলস মসজিদ সদরের মওলানা আহমাদ আলী, ভিক্টোরিয়া হাইস্কুল জামে মসজিদ পেশ ইমাম মওলানা আল-আমিন, সিরাজগঞ্জ পৌরসভা অফিস জামে মসজিদের ইমাম মওলানা মনিরুল ইসলাম, দত্তবাড়ি পশ্চিম পাড়া হাজীবাড়ি জামে মসজিদের ইমাম মওলানা শামছুল হক সুমন, আমলাপাড়ানজামে মসজিদের পেশ ইমাম মওলানা মোঃ আবু রাসেল, কালিবাড়ি মন্দিরের পুরোহিত,
সুভদ ভৌমিক, হরিজন কলোনির কালিমাতা মন্দিরের পুরোহিত সঞ্জয় অধিকারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *