২৯ বছরের গৌরবগাথা শেষে সাপ্তাহিক ইনতিজার এখন দৈনিক ইনতিজার

দৈনিক তালাশ ডটকমঃ নতুন অধ্যায়ে প্রবেশ, জানালেন সহ সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, টাঙ্গাইল জেলা প্রতিনিধি:

গৌরবময় ২৯ বছরের সফল পথচলার পর ‘সাপ্তাহিক ইনতিজার’ আজ থেকে রূপ নিচ্ছে ‘দৈনিক ইনতিজার’-এ। ৩০ বছরে পদার্পণের এই মাহেন্দ্রক্ষণে আজ ২৫ মে, রবিবার, সম্পাদকের হাতে দৈনিক পত্রিকার ঘোষণা পত্র হস্তান্তরের মধ্য দিয়ে সূচনা হলো এক নতুন যুগের।

ঘোষণাপত্র গ্রহণ করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা। এ সময় তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুল‍্যাহ আল মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মাহবুব হাসান, জেলা পুলিশ সুপার টাঙ্গাইল, অফিসার ইনচার্জ টাঙ্গাইল সদর,অফিসার ইনচার্জ বাসাইল, জেলা প্রশাসকের কার্যালয়ের মুন্সী খানার সকল কর্মকর্তা-কর্মচারীদের প্রতি, যাঁরা এই রূপান্তর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ সহযোগিতা করেছেন।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মো. মোমিনুর রহমান, নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, বার্তা সম্পাদক মোঃ এনায়েত করিম, সহ-সম্পাদক সৈয়দ মহসীন হাবীব সবুজ, আইন বিষয়ক সম্পাদক এম এ রশিদ, আইন ও মানবাধিকার সম্পাদক লায়লা আরজুমান ভানু ঝুমুর, জেলা প্রতিনিধি মোহাম্মদ আলমগীর হোসেন, জেলা প্রতিনিধি মোহাম্মদ নাজমূল হক, মির্জা খালেদুর রহমান ও বিশেষ অতিথি হিসেবে ছিলেন সম্পাদক ও প্রকাশকের ভাই আব্দুল সবুর মিয়া প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *