তাড়াশের ৮নং দেশী গ্রাম ৩০৩ জন ভাতা ভোগী পরিবারের মাঝে চাউল বিতরণ

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ প্রতিনিধি শাহ আলম: রবিবার ২৫ মে ২০২৫ সিরাজগঞ্জ তাড়াশ উপজেলার ৮ নং দেশী গ্রাম ইউনিয়নের ৩০৩ টি পরিবারে প্রকৃত ভাতাভোগী কার্ডধারীদের মাঝে VWB এর চাউল বিতরণ অনুষ্ঠান স্বচ্ছ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করা হয়েছে। অত্র ইউনিয়নের প্রান্তিক জনপদের হত-দারিদ্র পরিবারের মাঝে এই চাউল বিতরণ করা হয়। প্রতিটি পরিবার ৩০ কেজি করে চাউল পেয়েছেন। ঈদের আগে
এই চাউল পেয়ে পরিবার গুলো খুশি হয়েছেন। চাউল বিতরণের সময় উপস্থিত ছিলেন ৮ নং দেশী গ্রাম ইউনিয়নের সুযোগ্য চেয়ারম্যান জ্ঞানেন্দ্রনাথ বসাক, ট্যাগ অফিসার জনাব মোঃ শাহরিয়ার কবীর,প্রশাসনিক কর্মকর্তা মোঃ সেলিম রেজা এবং অত্র ইউনিয়নের সদস্য / সদস্যা গণ উপস্থিত ছিলেন। চাউল বিতরণ অনুষ্ঠানের আগে উপস্থিত সকল কার্ডধারী জনগণের উদ্দেশ্যে ট্যাগ অফিসার বলেন, এই ইউনিয়ন পরিষদের আশেপাশে কেহ যদি ফড়িয়া চাউল ব্যবসায়ীদের কাছে চাউল বিক্রি করেন, আমরা জানতে পারলে আগামীতে তাদের কার্ড বাতিল করে দেবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *