অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে অধ্যাপক এবিএম আব্দুল হাই মিঞা বলেন

দৈনিক তালাশ ডটকমঃ সাপ্তাহিক ইনতিজার ছিল আমাদের চেতনার কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠ আরও বলিষ্ঠভাবে প্রতিদিন কথা বলবে ‘দৈনিক ইনতিজার’ নামে। পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার ফলেই এই নতুন অধ্যায়ের সূচনা সম্ভব হয়েছে। আমরা অঙ্গীকার করছি, প্রতিদিন নির্ভীক ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকব।”

‘দৈনিক ইনতিজার’-এর এই নবযাত্রা যেন সত্য, সুন্দরের পথে দীপ্ত শিখার মতো এগিয়ে যায়—এই কামনায় পত্রিকা কর্তৃপক্ষ সকল পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমসংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *