দৈনিক তালাশ ডটকমঃ সাপ্তাহিক ইনতিজার ছিল আমাদের চেতনার কণ্ঠস্বর। আজ সেই কণ্ঠ আরও বলিষ্ঠভাবে প্রতিদিন কথা বলবে ‘দৈনিক ইনতিজার’ নামে। পাঠক, শুভানুধ্যায়ী ও সহকর্মীদের ভালোবাসা ও সহযোগিতার ফলেই এই নতুন অধ্যায়ের সূচনা সম্ভব হয়েছে। আমরা অঙ্গীকার করছি, প্রতিদিন নির্ভীক ও ন্যায়ভিত্তিক সাংবাদিকতার মাধ্যমে মানুষের পাশে থাকব।”
‘দৈনিক ইনতিজার’-এর এই নবযাত্রা যেন সত্য, সুন্দরের পথে দীপ্ত শিখার মতো এগিয়ে যায়—এই কামনায় পত্রিকা কর্তৃপক্ষ সকল পাঠক-পাঠিকা, শুভানুধ্যায়ী ও গণমাধ্যমসংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে।