সিরাজগঞ্জ তাড়াশের দেশী গ্রাম ইউপির উত্তর শ্যামপুর সুহাড়া গ্রামে ৭টি গরু চুরি

দৈনিক তালাশ ডটকমঃ প্রতিনিধি শাহ আলম: শনিবার ২৪ মে ২০২৫ দিবাগত গভীররাতে সংঘবদ্ধ চোরের দল গ্রামীণ কৃষকের মাটির ঘরে সীধ কেটে ভেতরে প্রবেশ করে দরজা খুলে একই পরিবারের সাতটি গরু নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায়। প্রতিনিয়ত ঘটছে এমন ঘটনা। কয়েকদিন আগে পার্শ্ববর্তী জামতৈল গ্রামে ধানক্ষেত থেকে ছয়টি বৈদ্যুতিক ট্রান্সমিটার নিয়ে যায় চোরের দল। প্রশাসন কিছুই করছে না। এলাকাবাসী এর প্রতিকার চায়।

জানাযায় :
সিরাজগঞ্জ জেলার তাড়াশ থানার ৮ নং দেশী গ্রাম ইউনিয়নের উত্তর শ্যামপুর( সুহাড়া) গ্রামে আলহাজ্ব মো: সাইফুল সরকার, পিতা-মৃত সেকেন্দার সরকার, প্রতিদিনের মতো গত শনিবার দিবাগত রাতে ঘুমিয়ে ছিল , সকালে ঘুম থেকে উঠে দেখেন খামারবাড়ি থেকে গভীর রাতে সাতটি গরু চুরি করে নির্বিগ্নে চলে যায় চোরের দল। দেশে আধুনিকতার ছোঁয়া লাগলেও
দেশী গ্রাম ইউনিয়নে এখনো আগের আমলের মাটির ঘর লক্ষ্য করা যায়। ফলে খুব সহজে সীধ কেটে চুরির ঘটনা ঘটছে অহরহ।

খামারের মালিক সাইফুল সরকার জানান, চুরি যাওয়া গরুগুলোর বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার সময় পরিবারের লোকজন ঘরের ভিতরে ঘুমিয়ে ছিলেন;ভোরে ঘুম থেকে উঠে গোয়াল ঘরে গিয়ে দেখেন গরুগুলো নাই। তখন, তারা বিষয়টি বুঝতে পারেন। তিনি এখন সহায় সম্বলহীন।

নিকটস্থ তাড়াশ থানায় মামলা করেছেন। এরকম ঘটনা ঘটতে থাকলে প্রান্তিক কৃষকগণ নিঃস্ব হয়ে যাবে এমনটাই ধারণা এলাকা বাসীর। প্রতিনিয়ত প্রশাসনের হস্তক্ষেপ চান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *