দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ:টাঙ্গাইলের কালিহাতীতে বাংলাদেশ প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন (দ্বিতীয় ফেইজ) প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে কালিহাতী উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনারটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. খাইরুল ইসলাম এবং সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা সমাজসেবা অফিসার ( অ:দা:) আসাদুল ইসলাম।
সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক
মোঃ তৌহিদুল ইসলাম, আলোচক হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আব্দুল মোতালেব মিয়া। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা সমাজসেবা অফিসার, ইসলামপুর, জামালপুর।
বিশেষ অতিথি হিসেবে সেমিনারে উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ,
কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি মজনু মিয়া কালিহাতী পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আব্দুল ওয়াদুদ তৌহিদ, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. আবু সাইম আল সালাউদ্দিনসহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সুশীল সমাজের সদস্যরাও অংশগ্রহণ করেন।
সেমিনারে বক্তারা বলেন, সরকারের এই প্রকল্পের মূল লক্ষ্য হচ্ছে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়া প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়ন এবং তাদের অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করা। বক্তারা এই প্রকল্পের সফল বাস্তবায়নে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণের সার্বিক সহযোগিতার আহ্বান জানান।
এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠী স্বাবলম্বী হয়ে দেশের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।