দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ঐতিহ্যবাহী বাংড়া কেন্দ্রীয় জামে মসজিদের পরিচালনা পর্ষদের ৩ বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। ২৩ মে শুক্রবার, জুমার নামাজের পূর্বে এক শান্তিপূর্ণ ও সংগঠিত প্রক্রিয়ার মাধ্যমে সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আজিজুল হোসাইন ১৭ সদস্যবিশিষ্ট এ কমিটির ঘোষণা দেন।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক সৈয়দ নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক (সেক্রেটারি) নির্বাচিত হয়েছেন তরুণ সমাজনায়ক সৈয়দ রেজাউল করিম সোহেল।
কমিটি ঘোষণার পর জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এক মুক্ত আলোচনার আয়োজন করা হয়। সেখানে কমিটির সদস্যদের পক্ষে-বিপক্ষে মতামত গ্রহণ এবং উন্মুক্ত আলোচনা পরিচালনা করেন হাফেজ সৈয়দ নরুন্নবী হোসেন রজত। উপস্থিত মুসল্লিদের স্বাক্ষর গ্রহণসহ প্রস্তাবনা ও বাস্তবায়নের দায়িত্ব পালন করেন হাফেজ নূরুন্নবী।
অনুষ্ঠানের শেষ অংশে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এরপর ঐতিহ্যবাহী টাঙ্গাইলের জিআই পণ্য ‘চমচম’ বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন সদ্য ঘোষিত কমিটির সদস্য সচিব সৈয়দ আজিজুল হোসাইন।