শান্তার অপরাধ ঢাকতে স্বামী সাংবাদিক রিয়াজের নানা কর্মসূচী অভিযোগ ফারুকের

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: রূপগঞ্জ থানাধীন গুতিয়াবো এলাকার বয়োবৃদ্ধ মোঃ অছিউদ্দিন মোল্লা (৯৫) তার দুই সংসারের মধ্যে এক সংসারের কন্যা শান্তা এবং তার স্বামী পেশাগত ভাবে সাংবাদিক রিয়াজ। অপর সংসারের কন্যা হ্যাপি এবং তার স্বামী একজন ব্যবসায়ী ফারুক মোল্লা। সাংবাদিক রিয়াজ শান্তাকে বিয়ের পর থেকে সে শশুরবাড়ীর লোকজনের উপর মাতব্বরি করে থাকে। কেউ তার কথার অবাধ্য হলেই তাকে সাংবাদিকতা পেশার ক্ষমতার দাপট নিয়ে হুমকি ধামকি দিয়ে থাকে। তার ভয়ে কেউ কোনকিছু বলার সাহস পায়না। তার এ-ই ক্ষমতার দাপট তার স্ত্রী শান্তাও দেখিয়ে থাকে বলে অনেকেরই অভিযোগ রয়েছে।
ক্ষমতাসীন এ-ই স্বামী সাংবাদিক রিয়াজ ও শান্তা’র রোষানলের শিকার হ্যাপি ও তার স্বামী ফারুক মোল্লা। সম্প্রতি পারিবারিক ঘটনাকে কেন্দ্র করে এ-ই দুইটি সংসারের মধ্যে মারামারী হয়। কিন্তু সাংবাদিক রিয়াজ পারিবারিক এ কলহকে ভিন্নক্ষাতে রুপ নিতে নারায়ণগঞ্জ জেলার সাংবাদিক সমাজের মাঝে মিথ্যা ঘটনা বলে সাংবাদিকদের নিয়ে বিভিন্ন ধরনের কর্মসূচী পালন করে ফারুক মোল্লা ও তার পরিবারের অন্যন্য লোকজনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে চলছে বলে এমনটাই অভিযোগ তুলে ধরেন ফারুক মোল্লা।
ফারুক মোল্লা ঘটনার বিষয়ে বলেন- আমার শশুর মোঃ অছিউদ্দিন মোল্লা গাজীপুর মঠবাড়ী ডিভাইন মার্সি হাসপাতালে ভর্তি হলে সেখানে উভয় পক্ষের উপস্থিতিতে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার স্ত্রী হ্যাপি’র উপর সাংবাদিক রিয়াজ’র স্ত্রী শান্তা মারধর করে আহত করে। চিকিৎসার জন্য হ্যাপিকে সে-ই হাসপাতালে ভর্তি করি। আমি সালি শান্তা’র এ আচরণে হতভম্ব হয়ে যাই এবং শান্তা’র এ অশোভনীয় আচরণের বিচার চাইতে রূপগঞ্জ সুমু মার্কেটে সাংবাদিক রিয়াজ’র অফিসে যাই। কিন্তু  উল্টো রিয়াজ ও তার সাথে থাকা লোকজনের হাতে আমি লাঞ্ছিত হই। চতুর রিয়াজ তার স্ত্রীর এ অপরাধমূলক কাজ ঢাকতে সুকৌশলে নিজেকে সাধু সাজাতে হাসপাতালে ভর্তি হয়। রিয়াজ আমাদেরকে সমাজের মানুষের সামনে, আইনের চোখে ও সাংবাদিক সমাজের কাছে অপরাধী হিসেবে চিহ্নিত করতে সবাইকে ধোঁকা দিয়ে মিথ্যা নাটক করে যাচ্ছে। দীর্ঘ বছর ধরে আমার শশুরের লোকজন তার হাতে জিম্মি। আমরা তার যড়যন্ত্রের হাত থেকে মুক্তি চাই। এবং সত্য ঘটনার উন্মোচন চাই।
ভুক্তভোগী ফারুক ন্যায় বিচারে এ-ই ঘটনার বিষয়ে গাজীপুর কালীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ করেন। এবং মোকাম নারায়ণগঞ্জ বিজ্ঞ চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী রূপগঞ্জ আদালতে একটি সি.আর মামলা দায়ের করেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *