ছাত্র জনতা হত্যা মামলার আসামি তাওলাদসহ আটক ৩

দৈনিক তালাশ ডটকমঃ ষ্টাফ রিপোর্টার:প্রিমিয়ার সিমেন্ট ফ্যাক্টরীর ওয়েষ্টেজ মালামাল ক্রয় করে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় নারায়ণগঞ্জ সদর মডেল থানাধীন চর সৈয়দপুর এলাকায় লাইলী পাগলনীর মাজারের সম্মুখে পথরোধ করে ওয়েস্টেজ মাল বোঝাই ৩টি ট্রাক আটক করে ৫ লাখ টাকা চাদাঁদাবীর অভিযোগের দায়েরকৃত মামলার এজাহারনামীয় ৩ আসামীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ।

রবিবার ১৮ মে দুপুরে আদালতপাড়া হতে তাদেরকে আটক করেন উপপরিদর্শক মো. আবদুল আজিজ। আটককৃতরা হলে জুলহাস সরদারের তিন ছেলে সোহেল সিমান্ত, বৈষম্য বিরোধী ছাত্র জনতা হত্যা মামলার আসামি আওলাদ হোসেন তাওলাদ এবং শিশির বাবু।
থানায় দায়েরকৃত মামলায় মো.জলিল উল্লেখ করেন যে,তার ছেলে রানা আহমেদ দীর্ঘদিন যাবত প্রিমিয়ার সিমেন্ট এ সুনামের সহিত ঠিকাদারী ব্যবসা করিয়া আসিতেছে।

রুপমসহ বিবাদীগণ গত কয়েক দিন যাবত আমায় সভানকে উক্ত ঠিকাদারী ব্যবসা পরিচালনায় বাধা প্রদান সহ বিভিন্ন হুমকি ধমকি দিয়ে আসিয়েছে।

এর সুত্র ধরেই গত ১৩ মে বিকাল সাড়ে ৫ টায় বিবাদী রুপমের নেতৃত্বে উক্ত বিবাদীরা আমার সন্তানের নিকট সাত লক্ষ টাকা চাঁদা দাবী করে।

খবর পেয়ে আমার সন্তান এলাকার লোকজন নিয়ে উক্ত ঘটনা স্থলে পৌছালে বিবাদীগণ তর্কবির্তক করতে গেলে সাত্তার সরতারের তিন ছেলে রুপম,লিটন ও রিফাত, জুলহাস সরদারের তিন ছেলে সোহেল @ সিমান্ত, আওলাদ হোসেন হোসেন তাওলাদ ও শিশির বাবু, মৃত.আক্কেল আলীর ছেলে চান বাদশা, চান বাদশা ছেলে সাইদুর, বসুর ছেলে নিহাদ ও মেহেদী,দিলার ছেলে রাহিম এবং মেহেদীসহ অজ্ঞাতনামা আরও ২৫/৩০ জন আমার ছেলে মারধর শুরু করে।

এ সময় আমার ছেলের সাথে থাকা আইফোন-১৫ প্রোমেক্স যাহার মূল্য এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা, গলার চেইন অনুমান ১২ আনি ওজনের স্বর্ণের চেইন যাহার মূল্য ১ লাখ টাকা ও সাথে থাকা নগদ এক লক্ষ বিশ হাজার টাকা ৫, ৯ ৩ ১০নং বিবাদী ছিনিয়ে নিয়ে নেয়।

একপর্যায়ে পূর্ব পরিকল্পিতভাবে আমার সন্তানকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিয়ে ২, ৩, ৪, ও ৭নং বিবাদী আক্রমন শুরু করিলে সন্তানের সাথে থাকা ঘনিষ্ট বন্ধু সানি œ(৩৮) এগিয়ে গেলে সানির মাথার মাঝ বরাবর ৩ ও এবং বিবাদীর আঘাত লেগে গুরুত্বর জখম হয় এবং ২ ও ৭নং বিবাদীর লোহার রডের আঘাতে ডান হাতের ডান হাতের একাধিক আঙ্গুল ভেঙে যায়।

আমার সন্তানকে সকলে বাচিয়ে নিরাপদ দুরত্বে সরিয়ে দেওয়ার পরবর্তীতে উক্ত স্থানে নিয়ে যাওয়া দু’টি মটর সাইকেল

(ঢাকা মেট্রো-ল-১৭৯৯ ও ঢাকা মেট্রো-ল-৪১- ৭০৯৮) সর্ম্পূণরূপে ভেঙ্গে ব্যবহারের অনুপযোগী করে ফেলে ৬ ও ৮, ১১, ১২নং বিবাদী সহ অজ্ঞাত বিবাদীগণ, মটর সাইকেল দুটির আনুমানিক মূল্য আট লক্ষ দশ হাজার টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *