দৈনিক তালাশ ডটকমঃনাটোরের সিংড়া থানা শেরকোল এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিএনসি রাজশাহী বিভাগের একটি টিম ১১ মে ২০২৫ তারিখে দিনব্যাপী অভিযান পরিচালনা করে ৩৬৫ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ মুক্তারুল ইসলাম ওরফে দিলদার (২৭) ও মোঃ শহীদুল ইসলাম ওরফে বাবু (২৫)।
তারা দু’জনই চাপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার শ্যামপুর গোপাল নগর দক্ষিণ পাড়ার বাসিন্দা এবং পরস্পর ভাই।
অভিযানকালে তাদের বহনকৃত পাওয়ার টিলারের টুলবক্সে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জানা যায়, মাদকের এই চালানটি চাপাইনবাবগঞ্জ থেকে রাজশাহীর তানোর,বাগমারা ও নওগাঁর আত্রাই হয়ে সিংড়া পর্যন্ত পৌঁছায়।
আটককৃতদের বিরুদ্ধে নাটোরের সিংড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।