কুমিল্লায় প্রবাসীর ঘরে গাঁজার গুদাম মা ও মেয়ে গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ কুমিল্লায় ইসরাত জাহান ও তাসলিমা আক্তার নামে দুই মহিলা মাদক পাচারকারীকে ৫ মন গাজাসহ গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

বুধবার (১৪ মে) ভোররাতে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানার ওসি মহিনুল ইসলাম, ছত্তরখীল ফাঁড়ির পুলিশ পরিদর্শক মমিরুল হক ও এএসআই ফয়েজ আহমেদের নেতৃত্বে পুলিশ এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত ইসরাত জাহান কোতোয়ালি থানাধীন মির্জানগর গ্রামের মোতালেব মিয়ার মেয়ে ও তাসলিমা আক্তার মোতালেব মিয়ার স্ত্রী।

পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, গোপন সংবাদের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কুমিল্লার পুলিশ সুপার মোহাম্মদ নাজির আহমেদ খানের নির্দেশে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল বুধবার ভোর রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন মির্জানগর গ্রামের মালয়েশিয়া প্রবাসী মোতালেবের ঘরে অভিযান চালায়।এই সময় মোতালেবের ঘরে লুকানো অবস্থায় ১০ টি বড় ধরনের বস্তায় ভর্তি ৫ মন গাঁজা উদ্ধার করে পুলিশ।

এই সময় পুলিশ গাজা রাখার দায়ে দুই নারী ইসরাত জাহান (১৯) ও তার মা তাসলিমাকে (৩৭) গ্রেফতার করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ওমর ফারুক, হান্নান ও আমজাদ পালিয়ে যায়।

এই ঘটনায় কোতোয়ালি মডেল থানায় মাদক আইনে মামলার অজু হয়েছে। কুমিল্লার ইতিহাসে একদিনে মাদক আটকের এটাই সর্বোচ্চ রেকর্ড বলে পুলিশের দাবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *