দৈনিক তালাশ ডটকমঃবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র হত্যাসহ একাধিক মামলার আসামি কীভাবে তারা প্রকাশে ঘুরে মাদক সেল করতাছে!
এলাকাবাসী তাদের কাছে নিরুপায় কারন তারা বাপ ছেলের আছে বিশাল মাদক সেবন বাহিনী তারা কিছু হয়লে ওপেন দেশী অস্ত্র এবং একটি বিদেশি সিক্স ফাইভ পিস্তল নিয়ে ভয় দেখায়।
তাদের কাছে মানুষ মারা হাতের ময়লা৷ বৈষম্য হত্যা মামলার আসামি জাকির প্রধান ও তার ছেলে এক সাথে বসে ইয়াবা খাই। এলাকাবাসি তাদের হাত থেকে মুক্তি চাই।
নারায়ণগঞ্জ প্রশাসন ও ফতুল্লা থানা প্রশাসনের কাছে বৈষম্য ছাত্র হত্যা মামলার আসামি জাকির প্রধানকে গ্রেফতার ও মাদক ব্যবসা বন্ধ করতে তার ছেলেকে গ্রেপ্তার আহ্বান জানাচ্ছে এলাকা বাসী।
বৈষম্য ছাত্রছাত্রীর ওপর ৩/৪ তারিখে আন্দোলনের সময় জাকির প্রধান ও তার ছেলে বোটকা শাহিন সাথে মীর সোহেল এর কাছে দেশীয় অস্ত্র ও একটি সিক্স ফাইভ নিয়ে ছাত্র ছাত্রীর ওপর হামলা করে। তারা কিভাবে এখন এলাকায় প্রকাশ্যে ঘুরে।
তাদের জোর কোথায়।তারা আবার কাউসার আহমেদ পলাশের লোক।