শ্রমিক জাগরণ মঞ্চের উদ্যোগে শ্রেণীর জীবনমান উন্নয়ন ও মজুরী শীর্ষক সেমিনার 

দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব সংবাদদাতা: শ্রমিক শ্রেণীর রাষ্ট্র নির্মাণই আমাদের প্রতিশ্রুতি এ শ্লোগানে শ্রমিক জাগরণ মঞ্চ আয়োজিত বর্তমান সময়ের প্রেক্ষিতে শ্রমিক শ্রেণীর জীবনমান উন্নয়ন ও মজুরী শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার (৯ মে) বিকেলে নগরীর আলী আহাম্মদ চুনকা নগর ও পাঠাগারের এ্যাক্সপেরিমেন্টাল হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।শ্রমিক জাগরণ মঞ্চ’র সদস্য ফারুক আহমেদ’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রমিক জাগরণ মঞ্চ’র কেন্দ্রীয় সভাপতি জাহাঙ্গীর আলম গোলক।
কবি কাজী আনিসুল হক হীরা’র সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জাতীয় কারিগরী ও শিল্প শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল নারায়ণগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান উজ্জ্বল, আইন সহায়তা তথ্য রিপোর্টার মানবাধিকার ফাউন্ডেশনেরর নারায়ণগঞ্জ জেলার সভাপতি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম আরজু, শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জেসমিন আক্তার, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নারায়ণগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য হাসান ঈমাম সম্রাট, নিউজ ব্যাংক টুয়েন্টি ফোর ডট কম এর সম্পাদক ও প্রকাশক আল মামুন খাঁন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- স্কেনডেক্স আন্দোলনের সভাপতি মোঃ শামীম, নারায়ণগঞ্জ ক্লাব শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মোঃ আলাল, আকিজ তাকাফুল লাইফ ইন্সুইরেন্স পিএলসি এর ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আল মাসুম, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্ট এর নারায়নগঞ্জ জেলা কমিটির সভাপতি এস. এম. জহিরুল ইসলাম বিদ্যুৎ।
এসময় শ্রমিক জাগরণ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম গোলক বলেন- শ্রমিক শ্রেনীর রাষ্ট্র মানে বৈষম্যহীন রাষ্ট্র, সাম্যবাদী রাষ্ট্র। তিনি শ্রমিকদের জাতীয় নিরাপত্তা এবং আইএলও কনভেনশন অনুযায়ী সকল অধিকারের নিশ্চয়তা চান। শ্রমিক অধিকার না পেলে রাষ্ট্র ফ্যাসিবাদী অক্টোপাসিয় হতে বাধ্য।
শ্রমিকদের সন্মানে কবিতা পাঠ করেন- কবি নোমান আল কাদেরী, কবি মোঃ শুক্কুর মাহমুদ জুয়েল, কবি এস. এ. বিপ্লব, আবৃত্তি শিল্পী ঈশিতা দাস। এছাড়াও সঙ্গীত পরিবেশন করেন- কন্ঠ শিল্পী রিয়া খান।
শ্রমিক জাগরণ মঞ্চ’র সদস্য রাজিয়া সুলতানা ও সবুজ শেখ’র সার্বিক তত্বাবধানে আরও উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য, পেশাজীবী শ্রমিক ও শ্রমিক সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *