লাকসামে যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমান মাদক সহ আটক ১ জন

দৈনিক তালাশ ডটকমঃ কুমিল্লার লাকসাম কান্দিরপাড় ইউনিয়ন এ যৌথ বাহিনীর অভিযানে গাজা ১৫ গ্রাম, ইয়াবা ০৭ পিচ,মোবাইল ০২ টি,নগদ ৬৪৫০ টাকাসহ শামীম নামক একজন মাদক ব্যবসায়ীকে আটক।

গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলার নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় ১২ মে ২০২৫ তারিখ আনুমানিক ০৩২০ঘটিকার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কান্দিরপার, লাকসাম, কুমিল্লা এর মোঃ রাজু আহম্মেদ নামক একজন মাদক ব্যবসায়ী তার নিজ এলাকায় অবস্থান করছে বলে তথ্য পাওয়া যায়। যৌথ অভিযান পরিচালনার পথে গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানা যায় কান্দির পাড়, লাকসাম, কুমিল্লা এর রাজু আহম্মেদ যৌথ বাহিনীর উপস্থিতিন টের পেয়ে পালিয়ে যায় কিন্তু তার সহযোগী মো: শামীম কে যৌথ অভিযানের সদস্যরা ১৫ গ্রাম গাজা, ০৭ পিছ ইয়াবা, ০২ মোবাইল এবং ৬৪৫০ টাকা সহ গ্রেফতার করেন। পরবর্তীতে কার্যক্রমের জন্য অপরাধী মো: শামীম কে অভিযানের উদ্ধারকৃত জিনিসপত্র সহ পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়। ০৫৩০ ঘটিকায় যৌথ অভিযানটি সম্পূর্ণ করে
অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদেরকে আটক না করা পর্যন্ত যৌথ বাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।

*আসামির ঠিকানা নিম্নরুপঃ*
১। মো: শামীম (৩৪)।
গ্রামঃ কান্দির পাড় ,থানাঃ লাকসাম,জেলাঃ কুমিল্লা।
*আসামীর কাছ থেকে উদ্ধার করা দ্রব্য সামগ্রীঃ*
১। গাজা ১৫ গ্রাম, ২। ইয়াবা ০৭ পিচ। ৩। মোবাইল ০২ টি। ৪। নগদ ৬৪৫০ টাকা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *