দৈনিক তালাশ ডটকমঃ ১৩/০৫/২০২৫ তারিখ ০৮ কেজি ১০০ গ্রাম (১৮০০ পুরিয়া) গাঁজা সহ আকবরশাহ থানাধীন নিউশহীদ লেইন, বিহারী কলোনীতে আসামীর বসতঘরে অভিযানে ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার:
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো কার্যালয় এর সম্মানীয় উপপরিচালক জনাব Humayun Kabir Khondakar এর সার্বিক তত্ত্বাবধানে পরিদর্শক জনাব অমর সেন এর নেতৃত্বে একটি টিম ভোর প্রায় ০৬:৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রো আকবরশাহ থানাধীন নিউশহীদ লেইন, বিহারী কলোনী আসামীর বসতঘরে অভিযানে আসামী মো: নুর নবী (৩৪) কে ০৮ (আট) কেজি ১০০ গ্রাম (১৮০০ পুরিয়া) গাঁজা সহ গ্রেফতার করে নিয়মিত মামলা দায়ের করা হয়।
আসামী- (০১) মো: নুর নবী (৩৪), পিতা: মো: মনসুর আলী, মাতা: সালেহা বেগম, স্ত্রী: জেসমিন বেগম, সাং: বেলঘর, বড় হাটখোলা বাড়ি, পো: বলিয়া (৩৬১০), হাটিলা পূর্ব ইউনিয়ন পরিষদ, থানা: হাজীগঞ্জ, জেলা: চট্টগ্রাম।
বর্তমান ঠিকানাঃ নিউশহীদ লেইন, বিহারী কলোনী, মনসুর এর বাড়ি, ০৯ নং ওয়ার্ড, চসিক, থানা: আকবরশাহ, জেলা: চট্টগ্রাম।