দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের কালিহাতী উপজেলার সহদেবপুরে অনুষ্ঠিত হলো ইনতিজার শিশুবৃত্তি ২০২৪–এর পুরস্কার বিতরণ ও সনদ প্রদান অনুষ্ঠান। পড় তোমার প্রভুর নামে” স্লোগানে ইনতিজার শিশু বৃত্তি পরীক্ষা-২০২৪ এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত।২ মে ২০২৫, শুক্রবার সকাল ৯টায় ভুক্তাস্থ লিটল এনজেল কিন্ডির গার্টেন স্কুল প্রাঙ্গণে।
শিশুশিক্ষা ও প্রতিভা বিকাশে বিশেষ ভূমিকা রাখার লক্ষ্যে আয়োজিত এ অনাড়ম্বর অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণির বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ শুকুর মাহমুদ, যিনি একাধিকবার কালিহাতীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি শিশুদের শিক্ষা ও নৈতিক গঠনে পরিবার ও সমাজের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মোঃ শফিকুল ইসলাম শফিক (প্রবাসী) এর ভাই রাবেয়া সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: রমিজ উদ্দিন যিনি সমাজসেবা ও যুব নেতৃত্বে সুপরিচিত। শিক্ষার্থীদের আত্মবিশ্বাস ও উদ্যম নিয়ে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক এবিএমএস আব্দুল হাই মিত্রও, যিনি “সাপ্তাহিক ইনজিয়ার”-এর সম্পাদক ও “ইনজিয়ার শিশুবৃত্তি”-এর প্রতিষ্ঠাতা। তিনি শিশুশিক্ষার ভবিষ্যৎ রূপরেখা ও কার্যকর কৌশল তুলে ধরেন। আলোচক হিসেবে অংশ নেন সৈয়দ মাহসীন হাবীব সবুজ, যিনি জাতীয় সাংবাদিক সংস্থা, কালিহাতী শাখার সভাপতি ও সাপ্তাহিক ইনজারের সহ-সম্পাদক। তিনি শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার উপর গুরুত্ব দেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: জনাব মোঃ আব্দুল হামিদ তালুকদার, চেয়ারম্যান, আলোর বন্ধন সোসাইটি।
জনাব মোঃ আবু ছালাম,সাবেক ইউপি সদস্য, ৭নং ওয়ার্ড, সহদেবপুর ইউপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব আনিছুর রহমান তালুকদার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. কামাল আহমেদ, কেন্দ্রীয় সচিব ও সহ-সম্পাদক, সাপ্তাহিক ইনজিয়ার। আরো উপস্থিত ছিলেন ইনতিজার পরিবারের আইন বিষয়ক সম্পাদক সাংবাদিক আব্দুর, নির্বাহী সম্পাদক সাজ্জাদুল বারী, বাবলু মিয়া। কোমলমতি শিক্ষার্থী আগামী দিনের ভবিষ্যৎ, অভিভাবক, সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এলাকাবাসী প্রমূখ।
শিক্ষার্থীদের মাঝে সনদ ও পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়। পুরস্কার ও সনদ প্রাপ্ত শিক্ষার্থীগণ ফটো সেশনের মাধ্যমে ফ্রেমবন্দী করেন। পরিশেষে সভাপতি সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘোষণা করেন।