দৈনিক তালাশ ডটকমঃ নিজস্ব প্রতিনিধি:উচ্চ আদালতের স্টে অর্ডার উপেক্ষা করে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার দিঘলকান্দিতে কাজী নিয়োগ।
আরেক জন কাজীর নাম মাইকে ও পোষ্টারে প্রচার করায় দিঘলকান্দি ইউনিয়নবাসী বিভ্রান্তিতে ভুগছেন।
রবিবার (২৭ এপ্রিল) টাঙ্গাইলের
জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম এর সাথে কথা বলে জানা যায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ বিচার শাখা-৭ সিনিয়র সহকারী সচিব মুরাদ জাহান চৌধুরীর স্বাক্ষরিত স্মারক নং ১০.০০.০০০০.১৩১.১১.১১৯.৭৮(১/১)-২১৬ তারিখ ১৫ জুন ২০২৩ টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলাধীন ৬ নং দিঘল কান্দি ইউনিয়নে নিকাহ রেজিস্টার অধিক্ষেত্রটি শূন্য থাকায় উপযুক্ত আদালতের কোনরূপ নিষেধাজ্ঞা/স্থিতাবস্হা/স্থগিদাদেশ না থাকলে নতুন নিকাহ রেজিস্টার নিয়োগের নিমিত্তে মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালা ২০০৯ মোতাবেক প্যানেল প্রস্তুতিপূর্বক এ বিভাগে প্রেরণের জন্য সাব রেজিস্টার ঘাটাইল, টাঙ্গাইলকে নির্দেশ প্রদান করেন।
অপরদিকে কাজী মোহাম্মদ জাকারিয়া , পিতা- মোঃ আব্দুল ওয়াহাব, মাতা- মোছ: শাহিদা, গ্রাম- বীরচারী, ডাকঘর- জাহিদগঞ্জ, উপজেলা- ঘাটাইল, জেলা- টাঙ্গাইল উক্ত আদেশের বিরুদ্ধে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে রীট পিটেশন স্টে অর্ডার দেখান। রীট নং- ৮২১৩ অব ২০২৩ । উক্ত রীট জাস্টিস শেখ হাসান আরিফ ও জাস্টিস মোহাম্মদ বজলুর রহমান ১৫ সেপ্টম্বর ২০২৪ আদেশ দেন “Let the order of stay granted earlier by this Court be extended till disposal of the Rule from date.” “আদালত কর্তৃক পূর্বে প্রদত্ত স্থগিতাদেশটি এই মর্মে বর্ধিত করা হলো যে, এটি রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত কার্যকর থাকবে।”
উক্ত আদেশ কে অমান্য করে টাঙ্গাইলের জেলা রেজিস্ট্রার মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ১৪ই ফেব্রুয়ারি ২০২৫ স্বারক নং দশ-১০.০৫. ৯৩০০.০০১.৯৯.০২০.২৫/১০৭(২) মোতাবেক
দিগড় ইউনিয়নের কাজি মো: আ: মালেককে ঘাটাইলের ৬ নং দিঘল কান্দি ইউনিয়নের অতিরিক্ত দায়িত্ব হিসেবে কাজি নিয়োগ করেন যা উচ্চ আদালতকে অবমাননার শামিল।
আরো উল্লেখ্য, কাজী মোহাম্মদ জাকারিয়ার রীট পিটিশনসহ নিয়োগপত্র দেখান। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশ সরকার বিচার শাখার সাত আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সরকারি পরিবহন পরিবহন সচিবালয় লিংক রোড ঢাকা ফ্রম লাইসেন্স গত 8 সেপ্টেম্বর নং বিচার ৭/২ এন-১১৯/৭৮-৪৬৩ তারিখ ৭/৯/২০১৬ সিনিয়র সহকারী সচিব জি, এম, নাজমুছ শাহাদাত স্বাক্ষরিত নিয়োগপত্রটি দেখান।
বাংলাদেশ গেজেটঃ বৃহস্পতিবার ডিসেম্বর ২০১৬ তারিখে প্রকাশিত বাংলাদেশ গেজেটে বিচার শাখা সাত আইন ও বিচার বিভাগ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আদেশাবলী তারিখ ৮ সেপ্টেম্বর ২০১৬ মোতাবেক মোঃ জাকারিয়া পিতা মোঃ আব্দুল ওহাব, মাতা- মোসা: শাহিদা, গ্রাম- বীরচারী, ডাকঘর -জাহিদগঞ্জ, উপজেলা- ঘাটাইল , জেলা টাঙ্গাইলকে বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষমতা প্রদান করা হয়। এমতাবস্থায়, আরেক জন কাজীর নাম মাইকে ও পোষ্টারে প্রচার করায় দিঘলকান্দি ইউনিয়নবাসী বিভ্রান্তিতে ভুগছেন।