পরানপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্য আফজাল হোসেনকে পিটিয়ে জখম

দৈনিক তালাশ ডটকমঃ উজ্জ্বল কুমার সরকার নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় পারিবারিক বিরোধীদের জের ধরে অবসরপ্রাপ্ত এক সেনাসদস্যকে পিটিয়ে জখম করা হয়েছে।

আজ শনিবার ২৮ শে এপ্রিল, সকালে উপজেলার পরানপুর ইউনিয়নের ফেটগ্রাম গ্রামে মারধরের ঘটনা ঘটে।
আহত সেনাসদস্যের নাম আফজাল হোসেন (৭০)। তাকে উদ্ধার করে মান্দা হাসপাতালে নেওয়া হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনায় মোস্তাক আহমেদসহ পাঁচজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৩-৪জনের বিরুদ্ধে মান্দা থানায় অভিযোগ করা হয়েছে।

ভুক্তভোগী আফজাল হোসেন বলেন, আজ শনিবার সকালে বিবাদমান জমি থেকে প্রতিপক্ষের লোকজন বাঁশ কেটে নেওয়ার সময় বাধা প্রদান করি। এতে তারা ক্ষিপ্ত হয়ে দেশিয় অস্ত্র নিয়ে আমার উপর হামলা চালায় ও মারধর করে।
আমার ডাক চিৎকারে লোকজনে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত মোস্তাক আহমেদের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
জানতে চাইলে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান বলেন, এ সংক্রান্ত একটা অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নওগাঁ #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *