না.গঞ্জে ইউ-টার্ন রাইর্ডাস এর হাত ধরে সি এফ মটো শোরুম উদ্বোধন

দৈনিক তালাশ ডটকমঃ গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) বিকালে জালকুড়ি এলাকায় বাংলাদেশ সি এফ মটোর চেয়ারম্যান মেজবাহ উদ্দিন মামুন উপস্থিত থেকে এটি উদ্বোধন করেন। নারায়ণগঞ্জ শাখা ইউটার্ন রাইডাস সি এফ মটো এর ডিলারশিপ গ্রহণ করেন মো. জুয়েল খান, মেহেদী হাসান, মো. মাসুদ খান ও মো. মামুন।

এ সময় উদ্বোধন শেষে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, ইউ-টার্ন রাইর্ডাসের সি এফ মটো সারা দেশ জুড়ে অতি সুনামের সাথে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের আস্থা অর্জন করে আসছে। এই মটো বাইকটি অনেকেরই পছন্দের হয়ে উঠেছে। যাকে ঘিরে ক্রেতারা অনেকেই রাজধানীতে যেতে হয় গাড়িগুলো ক্রয় করতে তাদের সুবিধার্থে নারায়ণগঞ্জে জালকুড়িতে এই শো-রুম হওয়াতে মানুষ যাতায়াতেও অনেক সুবিধা পাবে বলে মনে করেন তারা। সবশেষে অতিথিরা সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জে ও ইউ-টার্ন রাইর্ডাসের সি এফ মটোর সাফল্য কামনা করেন।
এ সময় কোম্পানি উপস্থিত ছিলেন, ম্যানেজিং ডাইরেক্টর বোরহান উদ্দিন তানভীর, সিও রেজাউল করিমসহ আরো অনেকেই। এছাড়া এলাকাবাসী ও উৎসুক জনতা নতুন শো-রুম পছন্দের বাইক দেখতে ও ভিড় জমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *