দৈনিক তালাশ ডটকমঃ স্টাফ রিপোর্টার: সোনারগাঁ থানাধীন কাশিপুর ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
শনিবার ( ২৬ এপ্রিল ) মদনপুর রিয়াজুল উলুম আলিম মাদ্রাসার সামনে কাশিপুর চেঙ্গাঈন এলাকাবাসীর উদ্দ্যোগে আয়োজিত হয় এই মানববন্ধন।
এ সময় এলাকাবাসী বলেন, প্রতারক আকলিমা আক্তার আখি ও জিসান উদ্দেশ্য প্রনোদিত হয়ে মাহবুব আলম ও তার পরিবারের লোকজনকে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
প্রসঙ্গত, বেশ কিছু আগে এই মাহবুব আলমের বাড়ির নির্মান সামগ্রী চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা খায় এই আখি ও জিসান, পরবর্তীতে তারা এইসব নির্মান সামগ্রী জোর করে নিয়ে যেতে চাইলে মাহবুব আলম বাঁধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে জিসান ও আখি তাদের অনুগত সন্ত্রাসীদের দিয়ে হামলা চালয় মাহবুবের বাড়িতে, এতে মাহবুব সহ তার পরিবারের বেশ কয়েকজন আহত হয়। এই নিয়ে এলাকাবাসী এবং স্থানীয় জনপ্রতিনিধি সবাইকে বিচারের জন্য বসতে বলে, কিন্তুু জিসান ও আখি পঞ্চায়েতকে তয়াক্কা না করে সরাসরি মামলা করে এই মাহবুব আলম ও পরিবারের বেশ কয়েকজনকে আসামী করে।
এলাকাবাসী হাবিবুর রহমান বলেন, তিনি জানতে পারেন জিসান ও আখির দায়ের করা মামলায় উনি নাকি কোর্টে সাক্ষী দিয়েছেন, অথচ এই বিষয়ে তিনি কিছুই জানেন না। এমন অভিনব প্রতারণা আমি কখনোই দেখিনি।
হাবিবুর রহমান কাশিপুর চেঙ্গাঈন গ্রামের মোঃ শামসুদ্দিন এর ছেলে। হাবিবুর একজন প্রতিবন্ধী এবং পেশায় তিনি একজন দোকানী।
পরিশেষে উক্ত এলাকাবাসী এই মামলার সঠিক তদন্ত করে যথাযথ আইনানুগ ব্যবস্থ গ্রহন করার জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানান।
এ সময় উপস্থিত ছিলেন, আলমগীর, আক্তার হোসেন, মোস্তফা প্রধান, হানিফ, মিজান, মমিনুল, সুমন মিয়া, সুমন আহম্মেদ, ইমতিয়াজ, ইউসুফ, দ্বীন ইসলাম, আনিস, আজিজুল, মেতালেব মিয়া, মোসলেম প্রধান, রবিন, নাসিম, সৌরভ, মাসুম, আদিব, হোসাইন,ওয়াদুদু আলম, বাঁধন, ইউসুফ, মেহেদী, ফয়সাল, আজগর, সাদেক,লস্কর, আল-আমিন, শামীম, সামি,জনি।