আওয়ামী আমলে বিএনপির যে নেতাকর্মী জেল খেটে মুক্তির অন্যতম শাহিন আলম

দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: বিগত আওয়ামী সরকার শাসনামলে সারা দেশের ন্যায় সিরাজগঞ্জ সহ জেলার সবকটি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নানাভাবে মিথ্যা জেল জুলুম দিয়ে কারা ভোগ করানো হয় । দীর্ঘদিন জেল খাটার পর, সিরাজগঞ্জ জেলার সবকটা উপজেলা বিএনপির নির্যাতিত নেতাকর্মী গণ মুক্তি পেলে, সিরাজগঞ্জ জেলা বিএনপি কর্তৃক আয়োজিত ভাসানী মিলনায়তনে সবাইকে ফুল দিয়ে বরণ করে নেন। ঐতিহাসিক সংবর্ধনার দিন জেলার অন্যান্য নেতাদের সাথে তাড়াশ উপজেলার নির্যাতিত নেতাকর্মীদের সাথে ৮ নং দেশী গ্রাম ইউনিয়ন বিএনপির বারবার কারা নির্যাতিত ও ত্যাগী বিএনপি নেতা এবং আগামী কাউন্সিলে দেশী গ্রাম ইউনিয়ন বিএনপি ,, সাধারণ সম্পাদক,, পদপ্রার্থী শাহীন আলম ( উকিল) ছিলেন । ইউনিয়ন বিএনপির এই ত্যাগী নেতা কে সিরাজগঞ্জ জেলার প্রতিটি আন্দোলন সংগ্রামে অংশ নিতে দেখা যায়। বিগত জুলাই /আগস্ট /২০২৪ এর আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির তৃণমূলের নেতৃবৃন্দ এইরকম ত্যাগী নেতা কে ই নেতার আসনে বসাতে চান। শাহীন আলম ( উকিল) তালুকদার দেশী গ্রাম ইউনিয়নের সিঙ্গার পাড়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন । বাবা মৃত: মরহুম জনাব আলী তালুকদার। শাহীন আলম তিন ভাই এর মধ্যে দ্বিতীয়। বড় ভাই : মো: নুরুজ্জামান তালুকদার, বিশিষ্ট ধান ব্যবসায়ী । ছোট ভাই : তাড়াশ উপজেলার একমাত্র শিল্পপতি, আলহাজ্ব মো: সবুজ তালুকদার। শাহীন আলম ইউনিয়নের তৃণমূল গণ,: মানুষের পাশে থেকে কাজ করতে চান । সকলের দোয়া প্রত্যাশী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *