দৈনিক তালাশ ডটকমঃ সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শাহ আলম: সোমবার ২১ এপ্রিল ২০২৫ সকাল ১১ ঘটিকায় সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কর্তৃক আয়োজিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি, ও খাদ্য নিরাপত্তা জোরদার করন : প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি সুযোগ্য সিরাজগঞ্জ জেলা প্রশাসক জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আ. জা. মু.আহসান শহীদ সরকার। অনুষ্ঠানস্থলে সকাল ১১ ঘটিকায় প্রধান অতিথি মহোদয় উপস্থিত হলে, ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং লম্বা গাঁদা ফুলের মালা কাঁচি দিয়ে কেটে মেলার শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি জনাব মুহাম্মদ নজরুল ইসলাম মহোদয়। পরে প্রধান অতিথি সহ আমন্ত্রিত সকল অতিথিবৃন্দ ঘুরে ঘুরে মেলার সকল স্টল পরিদর্শন করেন। মেলায় উপস্থিত জনসাধারণের মাঝে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে ফলজ,বনজ,ও ঔষধি গাছ বিতরণ করা হয়। তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে শ্রেষ্ঠ কৃষক কে পুরস্কার প্রদান করেন প্রধান অতিথি জনাব মুহাম্মদ নজরুল ইসলাম। মেলায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সিরাজগঞ্জের অতিরিক্ত উপ পরিচালক (শস্য) মো: মশকর আলী,বিশেষ অতি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: মনোয়ার হোসেন, সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জনাব মো: আনোয়ার সাদাত, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ শর্মিষ্ঠা সেনগুপ্তা, কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো: সাঈদী রহমান, মারুফ আক্তার, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ রেজাউল করিম, উপসহকারী কৃষি অফিসার মো : এমরান হোসেন খান, শফিকুল ইসলাম প্রমুখো । প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাংলাদেশ কৃষি নির্ভর দেশ। আবহমান কৃষি উন্নয়নের ধারা কে আরো উন্নত করতে আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহারের কোন বিকল্প নেই। চাষাবাদে আধুনিকায়ন, উন্নত কলা কৌশল, ও নতুন প্রযুক্তির সাথে সংশ্লিষ্ট কৃষকদের পরিচিত করার লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।