রাস্তা উন্নয়নে শাহীন সিদ্দিকী গংদের বাধা: প্রতিবাদে মানববন্ধন

দৈনিক তালাশ ডটকমঃ টাঙ্গাইল জেলা প্রতিনিধি সৈয়দ মহসীন হাবীব সবুজ:
টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলায় কালিহাতী- বল্লা রোডে পাছ চারান এলাকায় পুরাতন রাস্তা মাটি ভরাট করে উন্নয়নে শাহীন সিদ্দিকী গংদের বাধার প্রতিবাদে মানববন্ধন। শনিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় কালিহাতী বল্লা রোডে পাছ চারান যেখানে কাঁচা রাস্তাটি শুরু হয়ে বদরের বাড়ী পযর্ন্ত মাটি ভরাট কাজ চলছে সেই সংযোগ স্থলে এলাকাবাসী মানববন্ধন কর্মসূচি পালন করেন। এতে শিশু, কিশোর, যুবক-যুবতী, নারী, পুরুষ এবং কৃষক-শ্রমিক, মেহনতি মানুষসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। তারা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও শাহীন গংদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দাবি জানান।

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের পাছ চারান এলাকায় সি.এন.বি রাস্তা থেকে বদরের বাড়ি পর্যন্ত সরকার অনুমোদিত টি.আর প্রকল্পের আওতায় নির্মিত একটি মাটির রাস্তা উন্নয়নকে কেন্দ্র করে প্রভাবশালী শাহীন সিদ্দিকী ও তার অনুসারীরা রাস্তার কাজটি বন্ধের জন্য এলাকাবাসীর ওপর প্রভাব খাটাচ্ছেন।
উক্ত মানববন্ধনে ইউপি সদস্য হারুন বলেন, সরকারি টিআর প্রকল্পের আওতায় এই রাস্তাটি জনগণের চলাচলের সুবিধার্থে মাটি ভরাট করে বন‍্যায় তলিয়ে যাওয়া রাস্তার উন্নয়ন করেছি। কিন্তু শাহীন সিদ্দিকী গং রাস্তাটি কেটে ফেলতে নানা পাঁয়তারা করছে। সে একজন প্রভাবশালী ব্যক্তি এবং আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছে।
কালিহাতী থানা কৃষকদলের আহ্বায়ক শাফিউর রহমান খান বলেন, এই পুরাতন রাস্তাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্কুল, কলেজ, মাদ্রাসা, গোরস্থান ও হাসপাতালসহ নানা স্থানে যাতায়াতের একমাত্র রাস্তা এটি। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জেলা প্রশাসকও এ ব্যাপারে অবগত আছেন।

উক্ত প্রকল্পের সেক্রেটারি সোহেল খান বলেন, বর্ষাকালে চলাচল অনুপযোগী হয়ে পড়া এই রাস্তাটি সরকারিভাবে উন্নয়ন করা হয়েছে। কিন্তু শাহীন সিদ্দিকী গং সাধারণ মানুষকে ভয়ভীতি ও নির্যাতনের মাধ্যমে বাধা দিচ্ছে।

মানববন্ধনে বক্তারা উন্নয়নমূলক কাজে বাধাদান ও নির্যাতনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণে প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *