কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মাসুম গ্রেফতার

দৈনিক তালাশ ডটকমঃ কিশোর মুরাদ হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামীকে দীর্ঘ ২১ বছর পর নারায়ণগঞ্জের ফতুল্লায় কিশোর মুরাদ হত্যা মামলায় মাসুম নামের এক আসামীকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করেছেন নারায়ণগঞ্জের বিজ্ঞ আদালত।

গত ১০ এপ্রিল, ২০২৫ ইং তারিখ রোজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. মোমিনুল ইসলাম এই রায় ঘোষণা করেছেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাসুম ফতুল্লা তল্লা ছোট মজিদ মসজিদ এলাকার আব্দুল আহাদের ছেলে। আর নিহত কিশোর মুরাদ একই এলাকার পনির হোসেনের ছেলে।

গত ২০০৪ইং সালের আগস্ট মাসে সাজাপ্রাপ্ত আসামী মো: মাসুম’সহ তার সহযোগিরা মিলে মুরাদকে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করে। পরে এই ঘটনায় মুরাদের মা সাহারা খাতুন বাদী হয়ে ফতুল্লা থানায় হত্যা মামলা দায়ের করে। সেই মামলার বিচার কার্যক্রম শেষে এই রায় ঘোষণা করেন

আলোচিত এই হত্যাকান্ডের দীর্ঘ একুশ বছর পর গত ১০/০৪/২০২৫ইং তারিখ রায় ঘোষনা করা হয়। রায় ঘোষনার সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মাসুম পলাতক ছিল।

পরবর্তীতে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মোঃ মাসুম (৪৭), পিতা-আব্দুল আহাদ, সাং-তল্লা ছোট মসজিদ, থানা-ফতুল্লা, জেলা-নারায়ণগঞ্জ ‘কে র‍্যাব-১১, সিপিএসসি, আদমজীনগর, নারায়ণগঞ্জ এর অভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন তল্লা ছোট মসজিদ এলাকা হতে ইং ১৫/০৪/২০২৫ তারিখ রাত্রে গ্রেফতার করতে সক্ষম হয়।

৪। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *